Corona Virus এর ভয় দেখিয়ে ভর্তি মেট্রোকে মুহূর্তে খালি করে দিল এক যুবক! দেখুন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ২৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা নিয়ে মিথ্যা প্রচার না চালাতে। এতে মানুষের মনে অহেতুক ভয়ের সঞ্চার হচ্ছে। তবে এতে দমেননি নেটিজেনরা। করোনা নিয়ে নানা ধরনের মিমে ভরে গিয়েছে নেটদুনিয়ায়। শেয়ার হচ্ছে নানা হাসির ছবি, ভিডিও। তারই মধ্যে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Inside Namma Metro Train 1500

কপিল কাশ্যপ নামে এক ব্যক্তি বানিয়েছেন এই টিকটক ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি দিল্লি মেট্রোতে উঠেছেন। ভিড়ে ঠাসা কামরা। হঠাৎই তাঁর কাছে একটি ফোন আসে। তিনি ফোন কানে দিয়ে অপর ব্যক্তিকে জানান, সেদিন সকালেই চিন থেকে দেশে ফিরেছেন তিনি। একথা বাকি যাত্রীদের কানে যেতেই নিমেষে ফাঁকা মেট্রোর কামরা। কাণ্ড দেখে অবাক ওই ব্যক্তি নিজেও।

অবশ্য এসব যে পুরোটা এডিটিং এর কেরামতি সেকথাও জানাতে ভোলেননি তিনি। ওই ব্যক্তি জানিয়েছেন, দুটো টিকিট কেটেছিলেন তিনি। একটি টিকেট দিয়ে ভিড়ে ঠাসা কামরায় উঠেছেন তিনি। অপরটি দিয়ে উঠেছেন একটি ফাঁকা কামরায়। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করার সঙ্গে সঙ্গেই ৩.৮ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে এই ভিডিও। এছাড়াও ৯৮ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে ভিডিওটিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর