বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় টিকটক (TikTok viral) এমন একটি জায়গা বানিয়ে নিয়েছে, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করছে। বেশীরভাগ ইউজার টিকটকে (TikTok Video) ফানি ভিডিও বানিয়ে সবাইয়ের মনোরঞ্জন করছে। টিকটকের কিছু কিছু ভিডিও এত ভাইরাল হচ্ছে যে, সেটা দেখে মানুষ হেসেই খুন হচ্ছে। আর এবার এরকমই একটা টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
ভিডিওতে কিছু এমন আছে, যেটা দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে। উল্লেখ্য, ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক ব্যাক্তি একটি মোরগকে ফ্রাই চিকেন দেখাচ্ছে, আর চিকেনের লেগপিস দেখে মোরগের রিঅ্যাকশন সবাইকে অবাক করে দিচ্ছে। ভিডিওতে ওই ব্যাক্তি বলছেন, ‘আমার কাছে চিকেন পিস আছে, আসুন দেখা যাক চিকেন কি চিকেন পছন্দ করে?”
চিকেনের লেগ পিস দেখে মোরগ সেই পিস খেতে শুরু করে দেয়। আর এটা দেখে তাঁর মালিক অবাক হয়ে যায় এবং বলেন, ‘এটা তুমি কি করলে? তুমি আমাকে রাগিয়ে দিয়েছ।” ওই ভিডিওটি সবার আগে lukemil4 নামের এক ইউজার পোস্ট করেন। এরপর ওই ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়।
এর আগে জোম্যাটো ডেলিভারি বয়ের টিকটক ভিডিও খুব ভাইরাল হয়েছিল। ‘happy rider” নামের সনু নামের ডেলিভারি বয়ের মনমোহিনী হাসি সবার পছন্দের হয়ে উঠেছিল। আর এই কারণে বিখ্যাত চিপ্স নির্মাতা কোম্পানি Lays ও সনুর হাসির ফ্যান হয়ে গেছিল। জোম্যাটো তাঁদের ট্যুইটার প্রোফাইলে সনুর ছবি লাগায়, আর Lays তাঁদের চিপ্স এর প্যাকেটে সনুর হাসি ছাপে।