টিকটকে ভাইরাল হল করোনার ভুয়ো চিকিৎসা, ধুতরা খেয়ে ১১ জন হাসপাতালে ভর্তি

সম্প্রতি টিকটকে একটি ভিডিও দেখে অনেকেই বিশ্বাস করছেন ‘উম্মেথা কেয়া’ খেলে করোনার ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের মাত্রা বাড়তে পারে। আর তা দেখে দুই পরিবার এই খেয়ে অসুস্থ হয়ে পড়ে । ‘উম্মেঠা কায়া’ ধাতুরা গাছের একটি বিষাক্ত ফল। ভিডিওতে দাবি করা হয়েছে যে এই ফলটি খাওয়ার ফলে তাত্ক্ষণিকভাবে করোনার ভাইরাস মারা যায়।

আর তাই দেখেই তারা ভাবে এইটা খেলে হয়তো তাদের আর করোনা হবে না। ইতি মধ্যে করোনাতে প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।

coronavirus test tube reuters 1583766881

করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় পাঁচ হাজারের এর বেশী।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এর মধ্যেই

পুলিশ বর্তমানে ভিডিওটি ভুয়া দাবি করে তাদের সন্ধান করছে। ‘উম্মেঠা কায়া’ খাওয়ার পরে আক্রান্তদের হৃদস্পন্দন বেড়ে যায় এবং শরীরের অনেক জায়গায় ফুসকুড়ি শুরু হয়। চিকিৎসকদের মতে, ‘উম্মেঠা কায়ায়’ উপস্থিত এন্ট্রোপাইন বিষ যে কারও জন্যে খুব খারাপ । আর এখন এসব নিয়ে পুলিশ করা পদক্ষেপ নেয়।

সম্পর্কিত খবর