ভারতীয় দলের মেরুদণ্ড হয়ে উঠবেন এই ক্রিকেটার, সুরেশ রায়নার অভাব অনুভব করবেন না রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএল ২০২২ মরশুম নানা কারণে অনন্য। নতুন দুটি দল গুজরাট টাইটান্স এবং লখনউ সুপারজায়ান্টস লিগের শীর্ষস্থান দখল করেছে। আইপিএলের সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স পড়ে রয়েছে টেবিলের তলানিতে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সফল ক্রিকেটাররা চলতি আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। উঠে আসছেন তরুণ বেশ কিছু তারকা। এইরকম একজনকে নিয়ে আজকেই এই প্রতিবেদন।

চলতি মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স খুব বাজে পারফরম্যান্স করলেও উজ্জ্বল ছিলেন তিলক ভার্মা। ১৯ বছরের তরুণ প্রতিভাবান ক্রিকেটার বেশ কিছু ভালো পারফরম্যান্স করেছেন চলতি মরশুমে। ভবিষ্যতে ভারতীয় দলের মিডল অর্ডারের বড় সম্পদ হয়ে উঠতে পারেন এই তারকা।

tilak varma 1

আইপিএল ২০২২ মেগা নিলামে, তিলক ভার্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স ১.৭ কোটি টাকায় কিনেছিল, যেখানে তিলক ভার্মার বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তিলক ভার্মা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপেও খেলেছেন। তাকে কিনতে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএলের বেশ কয়েকটি বড় ফ্র্যাঞ্চাইজির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল।

তিলক ভার্মা ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। যে কয়েকজন তরুণ ব্যাটার চলতি আইপিএলে নজর কেড়েছেন তাদের মধ্যে তিলক ভার্মাই সবচেয়ে বেশি ধারাবাহিক। তার বাবা ইলেকট্রিশিয়ানের কাজ করে তাকে বড় করেছেন। চলতি মরশুমে এখনও অবধি ১০ টি ম্যাচে ব্যাটিং করে ৩১৩ রান করেছেন তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাকে স্কোয়াডে দেখলে অবাক হওয়ার কিছু থাকবেনা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর