২৩-এ ফেব্রুয়ারি থেকে শুরু তেইশের মাধ্যমিক পরীক্ষা, রইল সমস্ত পরীক্ষার দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশিত ২০২২ মাধ্যমিকের ফলাফল। শুক্রবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করেন। এদিন, ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আগামী বছরের পরীক্ষাসূচিও জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দেখে নিন ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, শেষ ৪ মার্চ। দেখে নিন তালিকা-

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ – প্রথম ভাষা
শুক্রবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ – দ্বিতীয় ভাষা
শনিবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ – ভূগোল
সোমবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ – ইতিহাস
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ – জীবন বিজ্ঞান
বৃহস্পতিবার ২ মার্চ, ২০২৩ – অঙ্ক
শুক্রবার৩ মার্চ, ২০২৩ – ভৌতবিজ্ঞান
শনিবার ৪ মার্চ, ২০২৪ –ঐচ্ছিক বিষয়

সূত্রের খবর, ২০২২ সালের পাঠ্যসূচিতে কিছুটা কাটছাঁট করা হলেও ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস হবে। পর্ষদ সভাপতির তরফে ইতিমধ্যেই সেই বিষয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, যদিও ২০২২ সালে করোনা পরিস্থিতি কাটিয়ে সবকিছু স্বাভাবিক করতে একটু সময় লেগে গিয়েছিল। পাশাপাশি সময়মত সিলেবাস শেষ করাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছিল।তবুও অবশেষে ২০২২ সালে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হল।

student madhyamik

চলতি বছর পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। কোনও অসম্পূর্ণ ফলাফল নেই। পাশের হার ৮৬.৬ শতাংশ। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে মধ্যে ছাত্রসংখ্যা ৫ লক্ষ ৫৯ এবং ছাত্রীসংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। ৬৯৩ পেয়ে যুগ্ম প্রথম হয়েছেন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর