বিউটি পার্লার থেকে ফেরার দুদিন পরেই গজালো গোঁফ! মাথায় হাত বাঙালি অভিনেত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গিয়েছিলেন সালোঁতে রূপচর্চা করতে। বাড়ি ফেরার দু দিন পরেই মাথায় হাত অভিনেত্রী টিনা দত্তের‌ (Tina Datta)। ঠোঁটের উপরে পুরুষ্টু এক গোঁফ গজিয়েছে তাঁর! রূপচর্চা মাথায় উঠার জোগাড় হয়েছে টিনার। সোশ‍্যাল মিডিয়ায় অভিনেত্রীর এমন ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটনাগরিকদেরও।

একটি ভিডিও শেয়ার করেছেন টিনা। সেখানে তিনি সবার সামনেই দেখিয়েছেন সালোঁ থেকে ফেরার পর কী অবস্থা হয়েছে তাঁর। ভিডিওর শুরুতে বেশ হাসি মুখেই দেখা গিয়েছে টিনাকে। সদ‍্য সালোঁ থেকে ফেরার পর জেল্লা যেন আরো বেড়ে গিয়েছে তাঁর। কিন্তু দুদিন পরেই ছন্দপতন। হঠাৎ করেই গোঁফ গজিয়েছে তাঁর! কাণ্ড দেখে চোখ কপালে টিনার।


সত‍্যিই এমনটা ঘটেছে নাকি? নানা, চিন্তা করবেন না। আসলে সবটাই মজা করে করেছেন টিনা। একটি আসল গোঁফ লাগিয়েই মজার মুখভঙ্গি করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। টিনাকে দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। আবার অনেকে তাঁর সঙ্গে নিজেদের মিলও পেয়েছেন।

https://www.instagram.com/reel/CarsbvijTLX/?utm_medium=copy_link

প্রসঙ্গত, বঙ্গ কন‍্যা হলেও হিন্দি ধারাবাহিকেই বেশি অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। জনপ্রিয় ধারাবাহিক ‘উতরণ’ (utaran) এর হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। এই একটি ধারাবাহিকই তাঁকে রীতিমতো পরিচিতি এনে দেয় ইন্ডাস্ট্রিতে।


অভিনয়ের পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় টিনা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ‍্যা ছাড়িয়েছে ২ মিলিয়ন। আর হবে নাই বা কেন, প্রায়দিনই নতুন নতুন ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন অভিনেত্রী। আর সেসব পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।

X