বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। কলকাতা সহ আশেপাশের এলাকায় আজ তাপমাত্রা পেরিয়েছে ৪২ ডিগ্রির গন্ডি। রিয়েল ফিল প্রায় হাফ সেঞ্চুরি। বেলা বাড়লে বইছে লু। সোমবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কমবে না। রোজ আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। আর তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের (Heat Stroke) সম্ভাবনা।
আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার জন্য জন্য অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। দিন কয়েক আগে চলন্ত অটোতে বসে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে এক মহিলার। যা নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা। এই উদ্বেগের পরিস্থিতির কথা মাথায় রেখে এবার রাজ্যের প্রত্যেক হাসপাতালে হিট স্ট্রোকের জন্য বিশেষ ওয়ার্ড চালু করার উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর।
আপাতত জরুরি বিভাগে হিট স্ট্রোক আক্রান্ত বা সেই রকম উপসর্গ সহ রোগী এলে ভর্তি করার জন্য দুটো করে বেড যেন বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে, সেখানে হাসপাতালের জরুরি বিভাগকে আরও বেশি সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে বুঝবেন হিট স্ট্রোক? প্রচন্ড রোদের কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। শরীরের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় পথে-ঘাটে মানুষ অসুস্থ হয়ে পড়েন। চোখে-মুখে অন্ধকার দেখেন। কখনও অজ্ঞান হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। ব্ল্যাক আউটহয়ে যায় মানুষ। এটাই হিট স্ট্রোক। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও বয়স্কদের ক্ষেত্রে এই হিট স্ট্রোক মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।
হিটস্ট্রোকের কারণে হঠাৎ গায়ের তাপমাত্রা অত্যন্ত বেশি উঠে যেতে পারে বা প্রবল জ্বর চলে আসতে পারে। এই সমস্ত উপসর্গ দেখলে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন। স্বাস্থ্য দফতরের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি হাসপাতালকে একটি বিশেষ ঘরে ন্যূনতম দু’টি বেড রাখতে বলা হয়েছে। রাখতে হবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা হাইস্পিড পাখা। ভিজে তোয়ালে, পর্যাপ্ত ঠান্ডা জল, বরফ, রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘কোনো তদন্তই করেনি ED’, আদালতে প্রাথমিকের ‘এই’ ৩২৫ জনের রেজাল্ট দেখতে চাইলেন মানিক
এছাড়াও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ওষুধ, থার্মোমিটার, পোর্টেবল ইসিজি মেশিনের বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। বাড়ির বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। সঙ্গে রাখতে হবে ছাতা, এবং পর্যাপ্ত পানীয় জল।