বাংলা হান্ট ডেস্ক : ক্যান্সার একটি মারণরোগ। ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই। ‘ক্যান্সারের নো অ্যানসার’ এই কথাটাই আমরা সকলে জানি কিন্তু চিকিৎসক মহল বলছে, কিন্তু এই ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে চিকিৎসাবিজ্ঞান বলছে ,কয়েকটি জিনিস মেনে চললে ক্যান্সার কখনো ধারে কাছে আসবে না।
মেরিল্যান্ড কলেজ অফ মেডিসিন ক্যান্সার নিয়ে একটি গবেষণা করা হয় সেখানে বলা হয়েছে, ক্যান্সার থেকে মুক্তি পেতে প্রথমেই সব ধরনের শর্করা খাওয়া থেকে বিরত থাকুন। রক্তে শর্করা না থাকলে ক্যান্সার আপনা আপনি বিনাশ হয়ে যাবে।
রোজ সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে লেবু মিশিয়ে খেয়ে নিন। এই প্রক্রিয়াটি কেমোথেরাপির থেকেও ভালো দাবি চিকিৎসক মহলের।
এছাড়াও প্রতিদিন সকালে ও রাতে খান অর্গানিক নারকোল তেল ক্যান্সার কখনো আপনাকে ছোঁবেনা। বাকি দুটো জিনিস মেনে চললেও কিন্তু প্রথমটা না মানলে চলবে না। সবার প্রথমে কিন্তু চিনি ছেড়ে দেওয়াটাই একান্তই আবশ্যক । তাহলে মেনে চলুন এই সামান্য কয়েকটি জিনিস ও কর্কট রোগ কে চিরতরে বলুন বাই বাই।