বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের ভারতীয় জনতা পার্টির বিধায়ক মদকেরি অপাচু রঞ্জন স্কুলের সিলেবাস থেকে টিপু সুলতানের (Tipu Sultan) অধ্যায় তুলে দেওয়ার দাবি করেছিলেন। এর জন্য অপাচু রঞ্জন (Madikeri Appachu Ranjan) বেসিক আর মাধ্যমিক শিক্ষা মন্ত্রী সুরেশ কুমারকে একটি চিঠি লিখেছিলেন। এরপর এবার মন্ত্রী সুরেশ কুমার এই ইস্যুতে টেস্ট বুক সোসাইটি আর ইতিহাসবীদদের একটি মিটিং ডেকেছেন। আর ইস্যুতে তাঁদের থেকে তিনদিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।
আপানদের জানিয়ে রাখি, গত সপ্তাহে বিজেপি বিধায়ক এম অপাচু রঞ্জন বেসিক আর মধ্যমিক শিক্ষা মন্ত্রী সুরেশ কুমারকে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে উনি অষ্টদশ শতাব্দীতে মাইসোরে শাসন করা শাসক টিপু সুলতানকে কন্নড় বিরোধী শাসক বলেছেন। উনি লিখেছেন, ইতিহাসের পাতায় টিপু সুলতানকে নিয়ে বাড়িয়ে লেখা হয়েছে। আমরা বইতে যেই ইতিহাস পড়েছি, সেরা সম্পূর্ণ না। সেটা সম্পূর্ণ সত্যও না। এতদিন ধরে টিপু সুলতান সমন্ধ্যে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে। সেটাকে এবার আমাদের থামাতে হনে। তিপু সুলতান কখনই স্বাধীনতার জন্য লড়াই করেনি।
ক্ষমতায় আসার তিনদিন পর বিজেপি সরকার টিপু সুলতান জয়ন্তী রাজ্যে পালন না করার সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে কংগ্রেস সরকার টিপু সুলতানের জয়ন্তী ১০ই নভেম্বর পালন করত। ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিধারামাইয়ার টিপু জয়ন্তী পালন করার সিদ্ধান্ত নেওয়াতে রাজ্যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল। উত্তর কন্নড় জেলায় এই ইস্যুতে সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়েছিল।
কংগ্রেস জেডিএস সরকার গঠনের পর টিপু সুলতানের জয়ন্তী পালন করার সিদ্ধান্ত জারি রেখেছিল। কিন্তু জেডিএস নিজেদের এই সিদ্ধান্ত থেকে আলাদা রেখেছিল। বিধানসভায় কুমারস্বামীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা খতম হওয়ার পর বিজেপি সরকার গঠন হওয়ার পরেই, রাজ্যে টিপু জয়ন্তী বন্ধ হয়ে যায়।