বাংলাহান্ট ডেস্ক : সোমবার সকালে বিষ্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল টিটাগড়ে (Titagarh Blast)। হঠাৎ করেই এদিন সাত সকালে এক বহুতল আবাসনে বিষ্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা। বিষ্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে দেওয়াল উড়ে গিয়ে পড়ে পাশের বস্তিতে। তবে বিষ্ফোরণের ঘটনায় কারোর প্রাণহানি হয়নি বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে টিটাগড় (Titagarh Blast) থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
সোমবার সকালে বিরাট বিষ্ফোরণ টিটাগড়ে (Titagarh Blast)
ঘটনাস্থল টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের এক বহুতল আবাসন। সোমবার সকালেই আবাসনের ফ্ল্যাটে বিকট বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়। এই বিষ্ফোরণের (Titagarh Blast) তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের তিন চারটি ঘর ভেঙে যায়। ফ্ল্যাটের শৌচালয়েই বোমা মজুত করা ছিল বলে জানা যাচ্ছে, যা কোনো ভাবে ফেটে যায়। বিকট বিষ্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ: বিষ্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছান টিটাগড় থানার পুলিশ। তড়িঘড়ি বিষ্ফোরণের জায়গায় পৌঁছে যান টিটাগড় (Titagarh Blast) পুরসভার পুরপ্রধান এবং উপপুরপ্রধানও। পুরসভা সূত্রে খবর, যে আবাসনে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানেই থাকেন এলাকার দুই জনপ্রতিনিধি। এদিকে আবাসনের প্রোমোটার অভিযোগ করেছেন, টিটাগড়ের (Titagarh Blast) তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের দখলে রয়েছে ওই ফ্ল্যাট।
আরো পড়ুন : ইউনূসের ‘অতি চালাকি’র ফল, ভারতের এক ঘোষণায় কোটি কোটি টাকা খুইয়ে মাথায় হাত বাংলাদেশের
বিষ্ফোরণের তীব্রতায় উড়ে যায় দেওয়াল: জানা গিয়েছে, ওই আবাসনে বহু পরিবারই থাকেন। চারতলায় থাকেন তৃণমূলের কাউন্সিলর। প্রোমোটার দাবি করেছেন, নির্বাচনের সময় থেকেই নাকি ওই ফ্ল্যাট জবরদখল করে রেখেছেন কাউন্সিলর। পালটা তৃণমূল নেতার দাবি, ফ্ল্যাটের দরজায় কোনো তালা ছিল না। যে কেউ ঢুকে পড়তে পারত। তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। অবশ্য এদিন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও স্থানীয় সূত্রে খবর, বিষ্ফোরণের (Titagarh Blast) তীব্রতা এবং আওয়াজ এতটাই বেশি ছিল যে ঘরের এক পাশের দেওয়াল উড়ে গিয়ে পড়ে পাশের বস্তিতে। সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
আরো পড়ুন : পহেলগাঁও কাণ্ডের পরদিনই হাসপাতালে মিষ্টি বিতরণ! ভারত বিদ্বেষের অভিযোগে FIR দায়ের এই চিকিৎসকের বিরুদ্ধে
টিটাগড়ের মতো জায়গায় হঠাৎ এমন বিষ্ফোরণ কেন ঘটল তা নিয়ে চিন্তায় পুরপ্রধান। ওই আবাসনের ঘরে কে বা কারা বোমা মজুত করে রেখেছিল, কীভাবেই বা বিষ্ফোরণ ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সপ্তাহের প্রথম দিনই এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।