‘খেলতে খেলতেই বোমা মেরেছি স্কুলে’, জেরায় দাবি টিটাগড়ের বিস্ফোরণ ঘটনায় অভিযুক্তদের

বাংলাহান্ট ডেস্ক : শনিবার সকালে টিটাগড়ের (Titagarh) একটি স্কুলে ক্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় (school blast case) চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ক্লাস চলাকালীন পড়ুয়া ভর্তি ওই স্কুলে কীভাবে এল এই বোমা? কেই বা বোমা ছুড়ল, তা নিয়ে চর্চা শুরু হয় রাজ্যজুড়ে। ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্তের দাবি জানায় বিজেপি। তবে রহস্যের সমাধান করল রাজ্য পুলিসই। একদিনের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার (arrest) করা হয়েছে। জানা গেছে, খেলার ছলেই নাকি বোমা ছোঁড়ে স্কুলেরই এক প্রাক্তন পড়ুয়া! সঙ্গে ছিল তার তিন বন্ধুও। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিস। জেরায় তারা নিজেদের অপরাধ স্বীকারও করেছে।

পুলিস সূত্রে জানা যাচ্ছে, টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ওই চার ধৃতদের নাম, মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। সকলেই ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণ। এদের মধ্যে একজন আবার ওই স্কুলের প্রাক্তন ছাত্র। ধৃতরা জেরার মুখে স্বীকার করেছে স্কুলের ছাদে বোমা তারাই ছুঁড়েছে। যে ওই স্কুলের ছাত্র ছিল তার দাবি, খেলতে খেলতেই তারা বোম ছুড়েছিল স্কুলের ছাদে। তবে সত্যিই কি খেলার ছলে নাকি পুরনো কোনও রাগ থেকে তারা স্কুলের ছাদে বোমা ছুড়েছিল, তা তদন্ত করে খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিস। তাদেরকে আজ টানা জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

গতকালই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তোলেন। তার আগে সিবিআই তদন্তের আর্জি জানান লকেট চট্টোপাধ্যায়। শুভেন্দু ও লকেট রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণ করে বলেন, গোটা বাংলা এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে।

তবে এই ঘটনায় রাজ্য পুলিসের উপরেই ভরসা রেখেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। পুলিস দ্রুত অপরাধীদের গ্রেফতার করবে বলে শনিবারই জানান অর্জুন। পুলিসকে অতি সক্রিয় হওয়ার বার্তাও এদিন দেন তিনি। এরপর শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ফরেন্সিক দলও ঘটনাস্থলে যায় এবং বোমার স্প্লিন্টার উদ্ধার করে পরীক্ষাগারে পাঠান হয়। তারপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর