বাংলাহান্ট ডেস্ক: তিথি বসু (tithi basu), ‘মা’ সিরিয়ালে অভিনয় করে অচিরেই সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তবে মানুষ এখনো তাঁকে ‘ঝিলিক’ নামেই ভাল চেনেন। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার পাশাপাশি ট্রোলও সঙ্গী হয়েছে তিথির। তার মূল কারণ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর স্বল্প পোশাকে করা ফটোশুট।
বাড়তি ওজন নিয়েও একাধিক বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তিথিকে। এতদিন কোনো উত্তর দিতে দেখা যায়নি তাঁকে। কারণ মুখে নয়, কাজে করে দেখাতে ভালবাসেন তিনি। আর সেটা করেই ট্রোলারদের উচিত জবাব দিলেন তিথি। বাড়তি মেদ ঝড়িয়ে একেবারে স্লিম অ্যান্ড ট্রিম লুকে ধরা দিলেন তিনি।
আগেকার ও এখনকার দুটি ছবি পোস্ট করে তিথি বলেছেন, ব্যাপারটা সহজ ছিল না। বহু মানুষ তাঁকে বডি শেমিং করেছে, ব্যঙ্গ করেছে। কিন্তু এই সব কিছুই তাঁকে আরো কঠোর পরিশ্রম করতে সাহায্য করেছে। তিথি জানিয়েছেন, তিনি আগেও ভোজনরসিক ছিলেন আর এখনো আছেন। কিন্তু এখন একটু বেশি খেয়ে ফেললে ওজন বাড়ার চিন্তা ঘিরে ধরে তাঁকে। তখন আরো বেশি পরিশ্রম করেন তিনি।
https://www.instagram.com/p/CSt6PCSBrmX/?utm_medium=copy_link
তবে তিথির কথায়, কোনো কিছু মন থেকে ভালবাসলে তা কখনো ছাড়তে নেই সেটা জানেন তিনি। আর তাই ভোজনরসিক হতে কোনো লজ্জা নেই তাঁর। কিন্তু খাবারের পাশাপাশি প্রতিদিন ওয়ার্ক আউট করাও এখন তাঁর নেশার মতো হয়ে গিয়েছে। সেরাটা এখনো দেওয়া বাকি রয়েছে তাঁর।
https://www.instagram.com/p/CRtrXBgN61a/?utm_medium=copy_link
প্রসঙ্গত, সম্প্রতি প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে লাইমলাইটে উঠে আসেন তিথি। সম্ভবত বেশ সময় ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। ক্রিকেটার প্রেমিক দেবায়ুধ পালের জন্মদিনে একটি আদুরে ছবি শেয়ার করে তিথি লেখেন, ‘শুভ জন্মদিন ভালবাসা। আমি যা যা চেয়েছিলাম তুমি সব, একটুও বদল চাই না। তোমাকে বিয়ে করাটা তাও আমার কাছে দ্বিতীয় ইচ্ছা, কারণ তুমি যখন দেশের হয়ে খেলবে স্টেডিয়ামে দাঁড়িয়ে তোমাকে উৎসাহ দেওয়াটা তালিকার সবার উপরে থাকবে। তোমাকে ওই নীল জার্সিতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না, এটাই আমি চাই।’