‘ঝড় উঠলে আমি দায়ী নই’, স্বল্প পোশাকে ফটোশুট করে বক্তব‍্য তিথির! ভাইরাল একগুচ্ছ ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিথি বসু (tithi basu) নামটা বললে হয়তো অনেকে এক বারে চিনবেন না। কারন তাঁর নিজের নাম দিয়ে তাঁকে চেনেন এমন মানুষ খুব কমই আছেন। তিনি বেশি পরিচিত তাঁর অনস্ক্রিন নামে। ‘ঝিলিক’ (jhilik) নামটা বললে চিনতে পারবেন না এমন প্রায় কেউই নেই।

জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মা’তে ছোট্ট মেয়ে ঝিলিকের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তিথি বাসুকে। দর্শকদের প্রচুর ভালবাসা ও জনপ্রিয়তায় দীর্ঘদিন ধরে চলেছিল ধারাবাহিকটি। এটি বাংলা টেলিজগতের অন্যতম সফল ও দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক।

মা ধারাবাহিকের দৌলতেই লাইমলাইটে আসে তিথি। ওই ছোট বয়সে তার তুখোড় অভিনয় মন কেড়েছিল সকলেরই। তারপরেও আরও ধারাবাহিকে অভিনয় করলেও মা-এর মতো দাগ কাটতে সক্ষম হননি।

তবে সম্প্রতি ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিথি। এখন টিনএজে প্রবেশ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের দিকেও ঝোঁক হয়েছে তাঁর। প্রায়ই ফটোশুটের জন‍্য সংবাদ শিরোনামে উঠে আসছেন তিথি।

https://www.instagram.com/p/CFy1f0AAYh6/?igshid=dr1utnr6tgpv

সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন তিথি। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে ৫৭ হাজারেরও বেশি ফলোয়ার। প্রায়ই ফটোশুট করেন তিনি। সেইসব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেন। পাশাপাশি নিজের অভিনয়ের কাজ সংক্রান্ত ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CF2WOnzARHV/?igshid=r1mf2q4yy8h6

বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাশন সম্পর্কে বেশ ধারনাও জন্মেছে তিথির। সেটা তাঁর ছবিগুলো দেখেই স্পষ্ট। এথনিক থেকে ওয়েস্টার্ন সব ধরনের পোশাকেই সমান স্বচ্ছন্দ তিনি। সেইসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CFtd-K5AP25/?igshid=13xwc3obst6lm

 

সম্প্রতি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিথি। ওয়েস্টার্ন পোশাকে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। কখনো লাল মিনি স্কার্ট কালো টপ আবার কখনো চেক হট প‍্যান্টে উষ্ণতা ছড়িয়েছেন তিথি। মজা করে সতর্কবার্তাও দিয়েছেন, ‘ঝড় উঠলে আমি দায়ী নই’। বলা বাহুল‍্য পোস্ট করা মাত্র ভাইরাল তিথির ছবিগুলি।

https://www.instagram.com/p/CF4f0F1A3wZ/?igshid=14qzr9lyri2b9

আগের পুরোনো ঝিলিকের সঙ্গে এখনকার তিথির মিলই খুঁজে পাওয়া যাবে না। তবে ভবিষ্যতে যে তিথি বেশ বড়মাপের একজন অভিনেত্রী হবেন সেই আভাসও পেয়ে গিয়েছে নেটজনতা। প্রসঙ্গত, এর আগেও বাংলা ছবিতে কাজ করেছেন তিথি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে  ‘বন্ধু’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

X