টেকেনি প্রথম সম্পর্ক, মানালি গিয়েই নতুন প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন ‘ঝিলিক’ তিথি

বাংলাহান্ট ডেস্ক : অভিনয় থেকে তিনি বিদায় নিয়েছেন দীর্ঘদিন আগে। একটি মাত্র সিরিয়ালে অভিনয় করেছিলেন। আর তাতেই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। সেই খ্যাতি সঙ্গে নিয়েই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে সরে দাঁড়ান। তিনি তিথি বসু (Tithi Basu)। আজও ‘মা’ সিরিয়ালের ‘ঝিলিক’ হিসেবেই তাঁকে মনে রেখেছেন অধিকাংশ দর্শক। তবে ওই সিরিয়ালটির পর থেকে আর কোনো ধারাবাহিকেই দেখা যায়নি তিথিকে (Tithi Basu)।

অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন তিথি (Tithi Basu)

অভিনয় ছেড়ে কনটেন্ট ক্রিয়েশনেই কেরিয়ার গড়েছেন তিথি (Tithi Basu)। বর্তমানে ইউটিউবের বেশ জনপ্রিয় মুখ তিনি। ডেইলি ভ্লগ, ফুড ভ্লগিং সহ বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে থাকেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই রাখঢাক রাখেননি তিথি (Tithi Basu)। আর এবার আবারও একটি বড় আপডেট সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

Tithi basu is reportedly in a new relationship

নতুন প্রেমিকের ছবি দিলেন তিথি: প্রেম করছেন তিথি (Tithi Basu)! এর আগেও সম্পর্কে থেকেছেন তিনি। কিন্তু তাঁর শেষ প্রেম টেকেনি। সম্প্রতি মানালি সফরে গিয়ে নতুন প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করলেন তিথি। কয়েকটি ছবিতে বেশ ঘনিষ্ঠ রূপে ধরা দিয়েছেন তাঁরা। সঙ্গে তিথি (Tithi Basu) লিখেছেন, ‘আমি তার আর সে আমার, সবার শেষে শুধুই আমি আর সে’।

আরো পড়ুন : TRP কমতেই চূড়ান্ত সিদ্ধান্ত, দর্শকদের দাবি মেনেই শেষমেষ নায়িকা বদল জি বাংলার সিরিয়ালে!

কী পরিচয় নতুন প্রেমিকের: তবে কিছুক্ষণ পরে পোস্টটি মুছে ফেলেন তিথি (Tithi Basu)। ছবিতে দেখা গিয়েছিল, প্রেমিকের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তবে কোনো ছবিতেই অভিনেত্রীর এই চর্চিত নতুন প্রেমিকের মুখ দেখা যায়নি। তাঁর পরিচয়ও এখনো ফাঁস করেননি অভিনেত্রী।

আরো পড়ুন : “ভিড়ের মধ্যে থেকে একটা হাত…”, শোতে গিয়ে হেনস্থার শিকার শ্রাবন্তী! পালটা যা করলেন…

প্রসঙ্গত, এর আগেও একটি সম্পর্কে ছিলেন তিথি। কিন্তু দীর্ঘদিনের সেই প্রেম আচমকাই ভেঙে যায়। এরপর আর কোনো সম্পর্কের কথা শোনা যায়নি তিথির। তবে এবারে তিনি নতুন সঙ্গীর সঙ্গে ছবি শেয়ার করতেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর