বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডারে বসন্ত আসার আগেই তিয়াশা লেপচার (Tiyasha Lepcha) জীবনে লেগে গিয়েছে প্রেমের ছোঁয়া। বিয়ে, ডিভোর্স, প্রেম ভাঙার উত্থান পতনের পর ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী। তাও আবার প্রাক্তনের সঙ্গেই। টেলিপাড়ায় জোর গুঞ্জন, আবারো সম্পর্কে জড়িয়েছেন তিয়াশা (Tiyasha Lepcha) এবং সোহেল দত্ত। আর এবার অভিনেতার বার্থডে পার্টিতে বড় চমক দিলেন পর্দার ‘রোশনাই’।
সোহেলের জন্মদিনে উপস্থিত তিয়াশা (Tiyasha Lepcha)
আজ সোমবার সোহেলের জন্মদিন। তবে রবিবার শহরের এক নামী রেস্তোরাঁয় প্রাক জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই ধরা পড়ে তিয়াশার (Tiyasha Lepcha) উজ্জ্বল উপস্থিতি। কেক কাটার পরেই সোহেলকে কেক মাখিয়ে দেন তিনি। উপস্থিত ছিলেন আদৃত রায়, অনন্যা গুহ সহ ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালের একাধিক সদস্য, পায় চক্রবর্তী, সুকান্ত কুণ্ডু, সৌরভ, দর্শনার মতো সেলেবরা।
এনগেজমেন্টের ঘোষণা তিয়াশার: এই পার্টিতেই ফের দেখা হল ‘শ্যামা’ আর ‘মুন্নি’র। অনন্যা ফেব্রুয়ারিতে এনগেজমেন্ট করছেন শুনেই হাতের অংশ দেখিয়ে তিয়াশা (Tiyasha Lepcha) বলে ওঠেন, “আমিও এনগেজড”। যদিও একথা শুনেই অনন্যা বলে ওঠেন, “এনগেজমেন্ট রিং কেউ মাঝের আঙুলে পরে না”। তিয়াশা (Tiyasha Lepcha) উত্তরে হাসতে হাসতে বলেন, অনামিকার নাকি আংটি ফিট করছিল না।
আরো পড়ুন : নতুন সিরিয়ালে নায়কের চরিত্র, দুরন্ত TRP সত্ত্বেও ‘ফুলকি’ ছাড়ছেন অভিনেতা!
জন্মদিনে শুভেচ্ছা জানান অভিনেত্রী: সোমবার সোহেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি যুগল ছবিও শেয়ার করেছেন তিয়াশা (Tiyasha Lepcha)। তাঁদের মধ্যে মিটমাটের খবর অবশ্য আগেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, রাগ হয়েছিল খুবই। কিন্তু সোহেল এত বার করে সরি বলেছেন যে সব রাগ গলে জল হয়ে গিয়েছে তাঁর।
আরো পড়ুন : ফের বেকায়দায় রামদেব! একই “ভুল”-এর জন্য এবার গ্রেফতারি পরোয়ানা জারি যোগগুরুর বিরুদ্ধে
তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যাচ্ছেন তিয়াশা। প্রথম বিয়ে ভাঙার পর আর তাড়াহুড়ো করতে চান না তিনি। এর আগে ২০২৫ এ বিয়ের কথা বললেও এখন আর তা নিয়ে ভাবছেন না অভিনেত্রী। বর্তমানে রোশনাই সিরিয়ালে দেখা যাচ্ছে তিয়াশাকে। অন্যদিকে মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করছেন সোহেল।