ভাল মানুষ পেলেই দ্বিতীয় বার বিয়ে করব, সুবানকেও ডাকব, অকপট তিয়াশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শ‍্যামাঙ্গী না হয়েও পর্দার ‘শ‍্যামা’ তিয়াশা (Tiyasha Lepcha)। স্বামী সুবান রায়ের (Suban Roy) সঙ্গে বিচ্ছেদের পর এখন তিনি তিয়াশা লেপচা। একটা মাত্র সিরিয়াল করেই জনপ্রিয়তা তুঙ্গে তাঁর। একডাকে চেনে সকলেই। ‘কৃষ্ণকলি’ শেষ হয়েছে অনেকদিন হল। কিন্তু এখনো তিনি শ‍্যামা নামেই রয়ে গিয়েছেন দর্শকদের মনে।

আজ ১৬ অগাস্ট জন্মদিন তিয়াশার। অন‍্য অভিনেত্রীদের মতো বয়স লুকানোর দলে নেই তিনি। সংবাদ মাধ‍্যমের কাছে অকপটে স্বীকার করেছেন, ২৪ এ পা দিলেন তিনি। যখন কৃষ্ণকলি দিয়ে অভিনয় পা রাখেন, তখন তিয়াশা আরো ছোট। এই ক বছরেই অনেক রকম অভিজ্ঞতা হয়ে গিয়েছে তাঁর। কয়েক বছরেই যেন এক নিমেষে মানসিক বয়স অনেকটা বেড়ে গিয়েছে তিয়াশার।


যদিও এত তাড়াতাড়ি বড় হতে চাননি অভিনেত্রী। বাড়িতে সবার ছোট তিনি, আদরেরও বটে। তাই এত তাড়াতাড়ি মোটেই বড় হতে চাননি তিয়াশা। কিন্তু পরিস্থিতির উপরে তো কারোর হাত থাকে না। প্রথম সিরিয়ালেই আকাশ ছোঁয়া সাফল‍্য পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে বদলেছে জীবনও। অনেক রটনা জড়িয়েছে তাঁর নামের সঙ্গে। যে মানুষটার হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তাঁর সঙ্গেই বিচ্ছেদ হয়ে গিয়েছে।

নিজেকে এখন সিঙ্গল বলে দাবি করেন তিয়াশা। যদিও বন্ধুবান্ধব কম নেই তাঁর। সিনিয়ররাও খুব ভালবাসেন তাঁকে। গতকাল স্বাধীনতা দিবসেই স্বাধীনতার পূর্ণ স্বাদ উপভোগ করেছেন বন্ধুদের সঙ্গে পার্টি করে। ছোটবেলার বন্ধুদের সঙ্গেও উদযাপন করছেন। সাত সাতটা কেক কেটে ফেলেছেন।

তবে বন্ধু বানালেও একটা জিনিস শিখেছেন তিয়াশা, সহজে কাউকে বিশ্বাস করতে নেই। তিনি একটা কথা বিশ্বাস করেন, কারোর খারাপ তিনি কোনোদিন করেননি। তাই তাঁরও খারাপ হতে পারে না‌। তিয়াশার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, দ্বিতীয় বার বিয়ের কথা ভাববেন না? তিয়াশার চটজলদি উত্তর, কেন করব না? ভাল মানুষ পেলে ধুমধাম করে বিয়ে করব। নিমন্ত্রিতদের তালিকায় প্রাক্তন স্বামী সুবানেরও নাম থাকবে, এ কথাও জানাতে ভোলেননি তিয়াশা।

সম্পর্কিত খবর

X