তিয়াশার জীবনে নয়া ‘রোশনাই’, নতুন বছরে প্রাক্তনের কাছেই ফিরলেন পর্দার ‘শ্যামা’

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়েছে ২০২৫। পুরনো সবকিছু পেছনে ফেলে নতুন করে সবটা শুরু করার পালা। অভিনেত্রী তিয়াশা লেপচাও (Tiyasha Lepcha) হাঁটছেন একই পথে। কেরিয়ারে গত বছরেই নতুন মোড় এসেছে তাঁর। স্টার জলসার ‘রোশনাই’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এবার ব্যক্তিগত জীবনেও রোশনাই এল তিয়াসার (Tiyasha Lepcha)। তবে নতুন কেউ নয়, পুরনো মানুষই আবার ফিরল অভিনেত্রীর জীবনে।

দূরত্ব বেড়েছিল তিয়াশা (Tiyasha Lepcha) সোহেলের

তিয়াশা লেপচা (Tiyasha Lepcha) এবং সোহেল দত্তের মধ্যে যে একসময় বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল তা জানা ছিল সকলেরই। অভিনেত্রী সরাসরি নাম না জানালেও তাঁদের ঘনিষ্ঠতাই বলে দিত সবকিছু। কিন্তু মাঝে হঠাৎ হয় ছন্দপতন। কোনো কারণে দূরে সরে গিয়েছিলেন তাঁরা। বিচ্ছেদের কথা লুকিয়ে রাখেননি তিয়াশা (Tiyasha Lepcha)। বরং বলেছিলেন, বিয়ের চিন্তাভাবনা করছেন তিনি।

Tiyasha lepcha renewed relationship with ex sohail

আবারো ফিরলেন একসঙ্গে: নতুন বছরে নতুন খবর বলছে, সোহেল আবারও ফিরেছেন তিয়াশার (Tiyasha Lepcha) জীবনে। সম্প্রতি পিসি চন্দ্র গার্ডেনে বর্ষবরণের উদযাপনে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা মেলে সোহেল তিয়াশার। এরপরেই দ্য ওয়াল এর সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এখনো কাউকেই তিনি জানাননি। তবে বেশ কিছুদিন ধরে আবারো একসঙ্গেই রয়েছেন তাঁরা।

আরো পড়ুন : পর্দায় দুঁদে সাংবাদিক ‘পর্ণা’, আসলে চেয়েছিলেন “এই” পেশা! বাস্তবে পল্লবীর পড়াশোনার দৌড় কতদূর?

কী জানালেন তিয়াশা: লাজুক গলায় তিয়াশা (Tiyasha Lepcha) স্বীকার করেন, রাগ হয়েছিল খুবই। কিন্তু সোহেল এত বার করে সরি বলেছেন যে সব রাগ গলে জল হয়ে গিয়েছে তাঁর। অতীতের তিক্ততা আর মনে রাখতে চান না তাঁরা। বরং নতুন বছরে সবকিছু নতুন ভাবে শুরু করতে চান। যদিও এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না বলেই জানান তিয়াশা (Tiyasha Lepcha)। এখন তাঁর পুরো ফোকাস কেরিয়ার আর সোহেলের উপরে।

আরো পড়ুন : ‘খাদান’ ঝড়েই থামছে না দেব-ম্যাজিক, মিঠুনের সঙ্গে জুটিতে আসছে ‘প্রজাপতি ২’! হয়ে গেল ঘোষণা

প্রসঙ্গত, এই মুহূর্তে স্টার জলসার ‘রোশনাই’ সিরিয়ালে অভিনয় করছেন তিয়াশা। এর আগে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছিল অনুষ্কা গোস্বামীকে। কিন্তু তিনি মাঝপথে সিরিয়াল ছেড়ে দেওয়ার পর তাঁর জায়গা নেন তিয়াশা। তাঁর বিপরীতে রয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সোহেলকে দেখা যাচ্ছে জি বাংলার ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর