নিঃশ্বাস নিতে কষ্ট, হাসপাতালে ভর্তি তিয়াশা! নতুন সিরিয়ালের শুটিং নিয়ে ধোঁয়াশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় ফিরছেন নতুন করে, নিজের ইউটিউব চ‍্যানেলও খুলে ফেলেছেন। কোথায় আনন্দে ধেই ধেই করে নাচবেন তা না, হাসপাতালে ভর্তি হতে হল তিয়াশা রায়কে (Tiyasha Roy)। আচমকাই অসুস্থ হয়ে পড়েন ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী। বাড়িতে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করেছিল তাঁর পরিবার।

সংবাদ মাধ‍্যমকে তিয়াশা জানান, তাঁর শ্বাসকষ্টজনিত সমস‍্যা আছে। হঠাৎ করেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তেমন গুরুতর অসুস্থতা না হলেও পরিবারের লোকেরা কোনো ঝুঁকি নিতে চাননি। তাই শহরেরই একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিয়াশা। শনিবার সকালে বাড়ি ফিরেছেন।


এখনো শারীরিক পরিস্থিতি ততটা ভাল নেই বলেই জানান তিয়াশা। নতুন সিরিয়ালের প্রোমো শুট হওয়ার কথা রয়েছে। কিন্তু তিয়াশার আশঙ্কা, তাঁর শরীর স্বাস্থ‍্যের যা অবস্থা এখন শুটিংয়ের কথা ভাবতেও পারছেন না তিনি।

অভিনেত্রী নিজেই স্বীকার করেছিলেন, সত‍্যি সত‍্যিই স্টার জলসার হাত ধরেই ফিরছেন তিনি। তবে তিয়াশার দাবি, প্রযোজক সংস্থার সঙ্গে যখন প্রথম সিরিয়ালটি নিয়ে কথা হয়েছিল তখন খোদ প্রযোজক সুশান্ত দাসও জানতেন না যে কোন চ‍্যানেলে সম্প্রচারিত হবে।

পরে ঠিক হয় যে স্টার জলসায় আসবে নতুন সিরিয়াল‌। তিয়াশা নিজেও প্রথমে জানতেন না। অবশ‍্য তাঁর যুক্তি, তিনি অভিনেত্রী। যে চ‍্যানেলেই সম্প্রচারিত হোক না কেন, তিনি অভিনয়টাই মন দিয়ে করবেন।

নতুন সিরিয়ালের কী নাম, তিয়াশার বিপরীতে কে থাকবেন না থাকবেন কিছুই এখনো জানা যায়নি। তবে একটাই স্বস্তি, আর ‘শ‍্যামা’ সাজতে হবে না অভিনেত্রীকে। তিয়াশা বলেন, কৃষ্ণকলির সময় গায়ের রঙ কালো করার জন‍্য প্রতিদিন অনেক সময় লাগত। তারপর সেসব তুলতেও হত। তাই কালো হতে আর চান না তিয়াশা।

কৃষ্ণকলি শেষ হওয়ার পর জি বাংলার ‘রান্নাঘর’ শোতে কয়েকদিন সঞ্চালনা করেছিলেন তিয়াশা। আপাতত নিজস্ব একটি ইউটিউব চ‍্যানেল খুলেছেন তিনি। তাঁর চ‍্যানেলের নাম ‘এক্সপ্লোরার তিয়াশা’‌।

X