শ‍্যামার খোলস ছেড়ে মডার্ন লুক তিয়াশার, হিন্দি গানে চুটিয়ে নেচে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ের জন‍্য মানুষকে কতটাই না পালটাতে হয়। ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী তিয়াশা রায় (tiyasha roy) এর বড় প্রমাণ। টিভির পর্দায় ‘শ‍্যামা’ চরিত্রে তিনি রূপে গুণে অনন‍্যা। ধীর স্থির শ‍্যামাকে দেখলে কে বলবে বাস্তবে এক্কেবারে বিপরীত তিয়াশা! নিজের মতো করে জীবনটা উপভোগ করতে পছন্দ করেন তিনি। প্রাণোচ্ছ্বল মেজাজের তিয়াশার সঙ্গে শ‍্যামার লুকেও অনেক তফাৎ।

অভিনয় বাদে তিয়াশার প্রেম সোশ‍্যাল মিডিয়া। ইনস্টাগ্রামে ছবি থেকে রিল ভিডিও সবই শেয়ার করেন তিনি। বিশেষত রিল ভিডিও বানাতে দক্ষ তিনি। শুটিং সেট, জন্মদিনের পার্টি অভিনেত্রীর বাছবিচার নেই তেমন। তিনি ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হবেই হবে।

IMG 20211102 194322
সম্প্রতি ফের একটি নতুন ভিডিও শেয়ার করেছেন তিয়াশা। ‘আপনা হর দিন অ্যায়সে জিও জ‍্যায়সে কি আখরি হো’ গানে চুটিয়ে নেচেছেন তিনি। ছোট্ট লাল সাদা পোলকা ডট ড্রেস, চোখে সানগ্লাস পরে মডার্ন লুক তিয়াশার। অভিনেত্রীর রূপে মুগ্ধ নেটিজেনরা। হৃদয় ও আগুনের ইমোজিতে ছেয়ে গিয়েছে কমেন্ট বক্স।

https://www.instagram.com/reel/CVrm-a3Kf6G/?utm_medium=copy_link

 

শেষবার দূর্গাপুজোর বদলে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হয়েছিলেন তিয়াশা। লাল স্লিভলেস চোলি, হালকা সবুজ সোনালি লেহেঙ্গার সঙ্গে বড় ঝুমকো কানের দুল, এই ছিল তাঁর নবরাত্রি লুক। ভিডিওতে ডান্ডিয়া নাচতে দেখা গিয়েছিল তাঁকে। গুজরাতি গানের সঙ্গে ডান্ডিয়া হাতে নেচেছেন তিয়াশা। ক‍্যাপশনে তিনি লিখেছিলেন, ‘শুভ নবরাত্রি’।

নিজের লেহেঙ্গা লুক এবং ডান্ডিয়া নাচের পারদর্শীতার জন‍্য প্রশংসা কুড়োলেও কয়েকজন ক্ষুব্ধ হয়েছিলেন তিয়াশার উপরে। দূর্গাপুজোর বদলে নবরাত্রির শুভেচ্ছা জানানোয় সমালোচনার শিকারও হতে হয়েছিল তাঁকে। তবে ট্রোলড হয়েই লেহেঙ্গা পরে একটি ছবিও শেয়ার করেন তিয়াশা। সেখানে শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানান অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর