বাংলাহান্ট ডেস্ক: কানাঘুঁষো অনেকদিন ধরেই চলছিল। অবশেষে গুঞ্জনে শিলমোহর দিলেন অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha Roy)। স্বামী সুবান রায় (Suban Roy) এখন তাঁর প্রাক্তন। গত ফেব্রুয়ারি মাসেই নাকি বিয়ে ভেঙে ‘মুক্ত’ হয়ে গিয়েছেন দুজনে। আলাদা থাকছেন তিয়াশা ও সুবান।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী স্পষ্টই জানান, নয় মাস আগেই বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন তিনি ও সুবান। তারপর আদালতের নির্দেশ মতো এতদিন আলাদা ছিলেন। শেষমেষ গত ফেব্রুয়ারিতেই খাতায় কলমে বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের।
তিয়াশার মতে, দুটো মানুষের মতের মিল না হলে বা তাদের চিন্তাধারা না মিললে তারা একসঙ্গে থাকতে পারেন না। ঠিক সেটাই হয়েছিল তাঁর ও সুবানের সঙ্গে। দুজনের মত মিলত না। তাই আলাদা হয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন তাঁরা। তবে তিয়াশার দাবি, আলাদা হয়ে গিয়েছেন বলেই যে একে অপরের নামে নিন্দা করবেন এমনটা কিন্তু নয়। তাঁরা দুজনেই এখনো ভাল বন্ধু।
উল্লেখ্য, সাড়ে তিন বছর আগে যখন তিয়াশা অভিনয়ে পা রেখেছিলেন তখন তিনি এই জগৎ সম্পর্কে একেবারেই কিছু বুঝতেন না। হাল ধরেছিলেন সুবানই। প্রেমিক, স্বামীর থেকেও বেশি অভিভাবক হয়ে উঠেছিলেন স্ত্রীর।
পর্দার খলনায়ক জানিয়েছিলেন, সবটাই হাতে ধরে শেখাতে হত তিয়াশাকে। কারণ তখন কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বুঝতেন না তিনি। তবে এই তিন বছরে অনেক কিছুই শিখেছেন তিয়াশা। আগে নিজের ইচ্ছানুসারে চলতে পারতেন না তিনি। এখন তিনি নিজের মতো জীবন কাটাতে চান। তাই স্বাধীনতা দিয়েছেন সুবানও। এখন আর আগলে আগলে রাখেন না স্ত্রীকে।
সুবান তখনি জানিয়েছিলেন, তিয়াশা যদি বিচ্ছেদ চান তবে তিনি সেটাও দিতে রাজি। শেষমেষ সেটাই সত্যি হল। প্রসঙ্গত, শেষবার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে দেখা গিয়েছিল তিয়াশাকে। অন্যদিকে সিরিয়ালে মূলত খলনায়ক চরিত্রেই বেশি দেখা যায় সুবানকে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার