‘কৃষ্ণকলি’ শেষের পরেই বিচ্ছেদ কেন? ‘দিদি নাম্বার ওয়ানে’ সুবানের ব‍্যাপারে মুখ খুললেন তিয়াশা

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই শেষ হয়েছিল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ (Krishnakali)। অভিনেত্রী তিয়াশা লেপচার (Tiyasha Lepcha) বিয়ে ভাঙে তার পরপরই। গত ফেব্রুয়ারি মাসে স্বামী সুবান রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে আলাদা হয়ে গিয়েছেন পর্দার শ‍্যামা। এখন আর তিনি তিয়াশা রায় নন। বিয়ের আগের পদবীই ব‍্যবহার করতে শুরু করেছেন।

শুক্রবার পয়লা বৈশাখের পর্বে ‘দিদি নাম্বার ওয়ান’এ এসেছিলেন তিয়াশা। সেখানেই বিচ্ছেদের আসল কারণটা জানান অভিনেত্রী। কোনো রকম রাখঢাক না করেই তিয়াশা জানান, সকলেই জানতেন তিনি এতদিন বিবাহিত ছিলেন। কিন্তু এখন তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে।

IMG 20220416 002412
কেন হঠাৎ একা থাকার সিদ্ধান্ত? রচনা বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রশ্নের উত্তরে ‘শ‍্যামা’ বলেন, দুটো মানুষের মধ‍্যে যখন মতের মিল না হয়, তখন সম্পর্কটা তিক্ত না করে আলাদা হয়ে যাওয়াই ভাল। সেটাই করেছেন তিনি। তবে তাঁর ইন্ডাস্ট্রিতে আসাটা যে প্রাক্তন স্বামী সুবানের জন‍্যই সেটা স্বীকার করতে ভোলেননি তিয়াশা।

রচনা এরপর জিজ্ঞাসা করেন, তাঁদের কি প্রেমঘটিত বিয়ে নাকি সম্বন্ধ করে? তিয়াশা উত্ত‍র দেন, দুটোই বলা যায়। বিয়ের পরেই তিনি অভিনয়ে এসেছিলেন। বিচ্ছেদের পর থেকে তিনি টালিগঞ্জে একাই থাকেন বলে জানান তিয়াশা। তবে তাঁর সঙ্গে থাকে তাঁর এক মিষ্টি সঙ্গী। সে হল অভিনেত্রীর আদরের পোষ‍্য। রচনাকে তিয়াশা বলেন, ওই পোষ‍্যই তাঁকে একা থাকার সাহস যুগিয়েছে।

প্রসঙ্গত, খুব শীঘ্রই নতুন সিরিয়াল নিয়ে ফিরতে চলেছেন তিয়াশা। তবে এবারে আর জি বাংলায় নয়, কৃষ্ণকলি পাড়ি দিয়েছেন স্টার জলসায়। নতুন সিরিয়ালের কী নাম, তিয়াশার বিপরীতে কে থাকবেন না থাকবেন কিছুই এখনো জানা যায়নি। কাজ চলছে চিত্রনাট‍্যের।

Niranjana Nag

সম্পর্কিত খবর