বিচ্ছেদের পর কেটেছে মাত্র দু মাস, নতুন মনের মানুষের খোঁজে ‘কৃষ্ণকলি’ তিয়াশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ার থেকে ব‍্যক্তিগত জীবন দুদিকেই অদলবদল ঘটছে তিয়াশা রায়ের (Tiyasha Roy)। বৈবাহিক জীবনে আগেই ইতি টেনেছেন তিনি। স্বামী সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ করে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন অভিনেত্রী। কেরিয়ারেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিয়াশা। নিজের ইউটিউব চ‍্যানেল খোলার পাশাপাশি স্টার জলসায় নতুন সিরিয়ালের মাধ‍্যমে কামব‍্যাক করছেন তিনি।

তার আগে সম্প্রতি সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হন তিয়াশা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে। সুবানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিয়ে ভাঙার কারণ কী তা নিয়েও জল্পনা কল্পনা চলছে। প্রশ্ন উঠছে, তিয়াশার জীবনে কি তৃতীয় কেউ এসেছে যার জন‍্য সুবানের সঙ্গে বিচ্ছেদ হল তাঁর?


উত্তরে অভিনেত্রী জানান, তিনি এখন সিঙ্গল। মনের মতো কোনো মানুষকে এখনো খুঁজে পাননি তিনি। তবে তাঁর মনের মানুষটি ঠিক কেমন? পর্দার ‘কৃষ্ণকলি’ উত্তরও দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর মনের মানুষটি লম্বা হবেন, শরীর স্বাস্থ‍্যও ভাল হবে। তবে সবথেকে বেশি দরকার যেটা, একজন ভাল মনের মানুষ হতে হবে তাকে। আপাতত সেই মানুষটির অপেক্ষাতেই রয়েছেন তিয়াশা।

এর আগে ‘দিদি নাম্বার ওয়ান’এ এসে বিচ্ছেদের আসল কারণটা জানিয়েছিলেন অভিনেত্রী। কোনো রকম রাখঢাক না করেই তিয়াশা জানান, সকলেই জানতেন তিনি এতদিন বিবাহিত ছিলেন। কিন্তু এখন তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে।


কেন হঠাৎ একা থাকার সিদ্ধান্ত? রচনা বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রশ্নের উত্তরে ‘শ‍্যামা’ বলেন, দুটো মানুষের মধ‍্যে যখন মতের মিল না হয়, তখন সম্পর্কটা তিক্ত না করে আলাদা হয়ে যাওয়াই ভাল। সেটাই করেছেন তিনি। তবে তাঁর ইন্ডাস্ট্রিতে আসাটা যে প্রাক্তন স্বামী সুবানের জন‍্যই সেটা স্বীকার করতে ভোলেননি তিয়াশা।

রচনা এরপর জিজ্ঞাসা করেন, তাঁদের কি প্রেমঘটিত বিয়ে নাকি সম্বন্ধ করে? তিয়াশা উত্ত‍র দেন, দুটোই বলা যায়। বিয়ের পরেই তিনি অভিনয়ে এসেছিলেন। বিচ্ছেদের পর থেকে তিনি টালিগঞ্জে একাই থাকেন বলে জানান তিয়াশা। তবে তাঁর সঙ্গে থাকে তাঁর এক মিষ্টি সঙ্গী। সে হল অভিনেত্রীর আদরের পোষ‍্য। রচনাকে তিয়াশা বলেন, ওই পোষ‍্যই তাঁকে একা থাকার সাহস যুগিয়েছে।

X