বাংলাহান্ট ডেস্ক: চার বছর, সময়টা নেহাত কম নয়। বিশেষ চার বছর ধরে একটানা টিআরপি ধরে রাখার সহজ কাজ নয় কোনো সিরিয়ালের পক্ষে। সেই কাজটাই করে দেখিয়েছিল ‘কৃষ্ণকলি’ (krishnakali)। শ্যামা নিখিলের মিষ্টি প্রেম, কীর্তনের সুরে ভর করে চার চারটে বছর পেরিয়েও দর্শকদের মনে উজ্জ্বল থেকেছে কৃষ্ণকলি। সদ্য শেষ হয়েছে নিখিল শ্যামার সফর।
শেষ দিনের শুটিংয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন সকলেই। সিরিয়ালের অনেকে এখন নতুন সিরিয়াল ‘উমা’র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু কৃষ্ণকলির শেষদিনে হাজির হয়েছিলেন সকলে। অনেকদিন পর শ্যামার কাছে ফিরেছিলেন নিখিল। কিন্তু সকলের মাঝেও মন হু হু করে উঠেছে তিয়াশা রায়ের (tiyasha roy)।
এই চার বছর ধরে স্টুডিওটাই তাঁর ঘরবাড়ি হয়ে উঠেছিল। এখন সেটা ছেড়ে আসার পালা। টিভিনাইন বাংলার হয়ে কলম ধরে তিয়াশা জানান, মেকআপ রুমেই একটি বালিশ রেখে দিয়েছিলেন তিনি শটের ফাঁকে বিশ্রাম নেওয়ার জন্য। সাড়ে তিন বছর পর সেই বালিশটি বাড়ি নিয়ে আসতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল পর্দার শ্যামার।
তিয়াশা জানিয়েছেন, এতদিনে পর্দায় শ্যামার সঙ্গে সঙ্গে বদলে ঘটেছে তাঁর নিজেরও। বয়স বেড়ে হয়েছে উনিশ থেকে তেইশ। তিনিও অনেক পরিণত হয়েছেন। অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখেছেন। একটানা কাজ করে হঠাৎ পাওয়া দীর্ঘ বিরতিতে অদ্ভূতও লাগছে তাঁর। এখন আর সকাল সকাল কল টাইম থাকবে না। অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নাকি অভ্যাস হয়ে গিয়েছিল তিয়াশার। সেই অভ্যাস বদলাতে হবে।
https://www.instagram.com/p/CYgyX06B3DL/?utm_medium=copy_link
তিয়াশা জানিয়েছেন, এক মাস তিনি বিরতিতে থাকবেন। শ্যামা চরিত্রটির থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করবেন। ইতিমধ্যেই নতুন কাজের প্রস্তাবও পেয়ে গিয়েছেন তিনি। শীঘ্রই ফিরবেন তিনি নতুন কোনো রূপে, লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়।