মমতা বন্দ‍্যোপাধ‍্যায়-মদন মিত্র তৃণমূলের বদলে বিজেপি করলেও তাঁদের পাশে থাকতাম: তিয়াশা রায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ে পা দিয়েই ট্রোল, বিতর্ককে একরকম সঙ্গী বানিয়ে ফেলেছেন অভিনেত্রী তিয়াশা রায় (tiyasha roy)। জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে পথচলা শুরু তাঁর। তিন বছর ধরে চলতে থাকা এই সিরিয়ালের প্রথম থেকেই নানান ট্রোলের সম্মুখীন হয়েছে। তিয়াশার সঙ্গে তাঁর স্বামী সুবান রায়ের দাম্পত‍্য কলহের গুঞ্জনও শোনা গিয়েছে একাধিক বার। এবার তৃণমূলের বিধায়ক মদন মিত্রের (madan mitra) সঙ্গে নাম জড়িয়ে ট্রোল শুরু হয়েছে তিয়াশাকে নিয়ে।

আনুষ্ঠানিক ভাবে দলে যোগ না দিলেও তিয়াশা যে তৃণমূল ঘনিষ্ঠ সে তথ‍্য নতুন নয়। একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি মদন মিত্রের সঙ্গে দূর্বার কমিটির দূর্গোৎসবের খুঁটিপুজোয় উপস্থিত হয়েছিলেন তিয়াশা। দুজনকে একসঙ্গে দেখেই শুরু হয়েছে ট্রোল। এবার তার উত্তরেই মুখ খুললেন অভিনেত্রী।


তিয়াশা স্পষ্ট জানান, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee) ও বিধায়ক মদন মিত্রকে তিনি শ্রদ্ধা করেন। তাঁরা যদি তৃণমূল না করে বিজেপি করতেন তাহলেও তিনি  তাঁদের পক্ষেই থাকতেন। এই শ্রদ্ধার কারণেই তাঁদের কেউ ডাকলে সে ডাক তিনি উপেক্ষা করতে পারেন না বলে জানান তিয়াশা। এর আগে বেলঘরিয়ার খাটু শ‍্যাম মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ও তিয়াশার সঙ্গে জুটি বেঁধে গিয়েছিলেন মদন মিত্র। কামারহাটিতে ত্রাণ বিলি করার সময়েও বিধায়কের পাশে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

অতি সম্প্রতি তিয়াশার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। এই বিষয়ে অভিনেত্রী সাফ জানান, আগের বারের মতো এ খবরও ভুয়ো। যদি সত‍্যিই তেমন কিছু হয় তবে তিনি নিজেই সংবাদ মাধ‍্যমকে জানাবেন। মুখ খুলেছেন তিয়াশার স্বামী সুবানও। তবে তিনি ব‍্যক্তিগত জীবন নিয়ে বিশদে কথা বলতে নারাজ।

সুবান বলেন, বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন থেকেই শুনছেন। তবে এমন কোনো অভিযোগ তাঁর নেই কারোর বিরুদ্ধে। তাঁর কাছে সকলেই ভাল। তবে তিনি খুশি হবেন যদি মানুষ তাঁর কাজ নিয়ে কথা বলে। ব‍্যক্তিগত জীবন নিয়ে সংবাদ মাধ‍্যমের কাছে কথা বলতে তিনি ইচ্ছুক নন বলেই সাফ জানান সুবান।

X