নায়ককে ছেড়ে খলনায়কের গলায় মালা, নীল শাড়ি, ব‍্যাকলেস ব্লাউজে ভাইরাল ‘কৃষ্ণকলি’ তিয়াশার ছবি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার (zee bangla) কৃষ্ণকলি (krishnakali) ধারাবাহিক যেমন টিআরপির দিক দিয়ে সামনের সারিতে তেমনই এই সিরিয়ালের মাধ‍্যমে জনপ্রিয়তার শিখরে উঠেছেন সিরিয়ালের মূল চরিত্র শ‍্যামা ওরফে তিয়াশা রায় (tiyasha roy)। জনপ্রিয়তা এতটাই যে রিল লাইফ তো বটেই তিয়াশার রিয়েল লাইফ নিয়েও দর্শকদের কৌতূহল দিন দিন বাড়ছে।

আর এবার সেই দর্শকদের জন‍্যই এক চমক নিয়ে এলেন তিয়াশা। সোশ‍্যাল মিডিয়ায় পরপর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই তাঁকে দেখা গেল ধারাবাহিকের জনপ্রিয় খলনায়ক সুবান রায়ের গলায় মালা পরাতে।

না না চমকাবেন না! আসলে সিরিয়ালে ভিলেন হলেও সুবানই তিয়াশার রিয়েল লাইফ হিরো। তিন বছর আগে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। শনিবার ছিল তিয়াশা ও সুবানের তৃতীয় বিবাহবার্ষিকী। সেই উপলক্ষেই আয়োজন ছিল এক ছোট পার্টির।

https://www.instagram.com/p/CGNhXYZhyac/?igshid=8fb7h8syskfj

বিবাহ বার্ষিকীর পার্টির থিম ছিল নীল। তাই সবকিছুই ছিল নীল রঙে সজ্জিত। তিয়াশা এদিন পরেছিলেন গাঢ় নীল রঙের শাড়ি, সঙ্গে ব‍্যাকলেস নীল ব্লাউজ, খোঁপায় ম‍্যাচ করে নীল অর্কিড। সব মিলিয়ে কৃষ্ণকলির শ‍্যামাকে এদিন চেনাই দায় হয়ে পড়েছিল। পাশে নীল পাঞ্জাবিতে জোরদার টেক্কা দিচ্ছিলেন সুবানও।

https://www.instagram.com/p/CGK–Tqh1Hr/?igshid=i4yyxiu66ui3

https://www.instagram.com/p/CGKkNtKBzTW/?igshid=13dnz6htxomf0

থিমের সঙ্গে সামঞ্জস‍্য রেখে বন্দোবস্ত ছিল তিন তলা নীল রঙের কেকের। কেক কাটা থেকে শুরু করে মালা বদল সবেরই ছবি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিয়াশা। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল।

https://www.instagram.com/p/CGM70IRBXz8/?igshid=1vs1wpoceudk5

প্রসঙ্গত, ২০১৭ সালে সুবান রায়ের সঙ্গে নাটকের ওয়ার্কশপে আলাপ হয় তিয়াশার। সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। দুজনের মধ‍্যে বয়সের ফারাক ১০ বছর। কিন্তু কথায় বলে, ভালবাসা বয়স দেখে না। তিয়াশা ও সুবানও যেন তারই প্রমাণ।

X