উন্নতি করছেন, সুখ সহ‍্য হচ্ছে না সুবানের! পালটা কাদা ছুঁড়লেন তিয়াশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুবানের (Suban Roy) হাত ধরেই এসেছিলেন সিরিয়ালে। সাফল‍্য পেতেই বদলে গেলেন তিয়াশা (Tiyasha Roy)? স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পদবীও বদলে আগের পদবী লেপচাতে ফিরে গিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছেন সুবান রায়। এবার পালটা কটাক্ষ ছুঁড়লেন তিয়াশা।

টিভিনাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রীর পালটা দাবি, তিনি নতুন সিরিয়ালে অভিনয় শুরু করছেন, সুখে শান্তিতে আছেন। তাতেই রাগ সুবানের। সহ‍্য ক‍রতে পারছেন না তিনি। তিয়াশা আরো যুক্তি দিয়েছেন, এক বছর ধরে চুপ করেছিলেন সুবান। তিনি যে স্বামীকে ঠকিয়েছেন সেটা আগে বলেননি কেন? এমনকি যখন ডিভোর্স ফাইল করা হয়েছিল তখনো কেন কিছু বলেননি সুবান? প্রশ্ন তিয়াশার।


ভালবেসে বিয়ে করেছিলেন সুবান তিয়াশা। স্বামীর মাধ‍্যমেই চিনেছিলেন অভিনয় জগৎকে। কিন্তু তিনি সিরিয়ালে ডেবিউ করার পরেই সবটা বদলে যায়। তিনি চ‍্যালেঞ্জ ছুঁড়ে দেন, কৃষ্ণকলির সেটে এসে সুবান কী করেছিলেন সেটা তাঁকেই জিজ্ঞাসা করা হোক।

তিয়াশার সবকিছুতেই নাকি বাধা দিতেন সুবান। তিনি ইনস্টাগ্রামে রিলস বানাতে ভালবাসেন। কিন্তু সুবানের তাতে আপত্তি ছিল। এমনকি ইউটিউব চ‍্যানেল খোলাতেও নাকি বাদ সেধেছিলেন সুবান। অনেক সহ‍্য করেছিলেন তিয়াশা। কিন্তু আর পারছিলেন না।

সুবান বলেছিলেন, বিশ্বাস করে ঠকে গিয়েছেন তিনি। ভালবাসা তিনি যত্ন করে তুলে রেখেছেন। যদি এমন কোনো মানুষ আসে, যে ধাক্কা দিয়ে চলে যাবে না, পাশে থাকবে, সময় তাকে ঠিক মিলিয়ে দেবে বলে মনে করেন সুবান।

অন‍্যদিকে তিয়াশার স্পষ্ট কথা, তিনি আর অতীতকে আঁকড়ে বসে থাকতে চান না। নতুন সিরিয়াল শুরু করবেন খুব শিগগির। তারপর ওয়েব সিরিজ আর তারপর বড়পর্দা তাঁর লক্ষ‍্য। এইসব অপপ্রচারে কান দিতে রাজি নন তিয়াশা।

X