বাঙালি হয়ে শারদীয়ার বদলে নবরাত্রির শুভেচ্ছা! ডান্ডিয়া নেচে নেটিজেনদের সমালোচনার মুখে তিয়াশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ট্রোল সোশ‍্যাল মিডিয়ায় নতুন নয়। এক রকম নিত‍্য নৈমিত্তিক ব‍্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা। এমনকি দূর্গাপুজোর সময়েও ট্রোলের সম্মুখীন হলেন কৃষ্ণকলি অভিনেত্রী তিয়াশা রায় (tiyasha roy)। দূর্গাপুজোর বদলে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হয়েছেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় দুটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিয়াশা। লাল স্লিভলেস চোলি, হালকা সবুজ সোনালি লেহেঙ্গার সঙ্গে বড় ঝুমকো কানের দুল পরে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। ভিডিওতে ডান্ডিয়া নাচতে দেখা গিয়েছে তাঁকে। গুজরাতি গানের সঙ্গে ডান্ডিয়া হাতে নাচলেন তিয়াশা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ নবরাত্রি’।


নিজের লেহেঙ্গা লুক এবং ডান্ডিয়া নাচের পারদর্শীতার জন‍্য প্রশংসা কুড়োলেও কয়েকজন ক্ষুব্ধ হয়েছেন তিয়াশার উপরে। দূর্গাপুজোর বদলে নবরাত্রির শুভেচ্ছা জানানোয় একহাত নিয়েছেন তাঁরা অভিনেত্রীকে। একজন লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত! বাঙালি হয়ে বাংলা সিরিয়াল করে টাকা কামিয়ে শুভ নবরাত্রি! খুব ভাল, দূর্গাপুজোর একটাও শুভেচ্ছা নেই।’

https://www.instagram.com/reel/CU-uwyfhmU2/?utm_medium=copy_link

আরেকজন তীব্র কটাক্ষ ছুঁড়ে লিখেছেন, ‘শুভ শারদীয়া, শুভ দূর্গাপুজো না বলে শুভ নবরাত্রি কেন? তুই বাঙালি নাকি গুজরাতি? লজ্জা করে না তোর?’ তবে ট্রোলড হয়েই লেহেঙ্গা পরে একটি ছবিও শেয়ার করেছেন তিয়াশা। সেখানে শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CVAQSoNhRs5/?utm_medium=copy_link

এবারের দূর্গাপুজোটা অনেকটাই অন‍্য রকম কেটেছে তিয়াশার। স্বামী সুবানকে ছাড়া একাই পুজো কাটাতে হয়েছে তাঁকে। প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে দুজনের দাম্পত‍্য জীবন। একাধিক বার গুঞ্জন শোনা গিয়েছে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রীর দাম্পত‍্য জীবনে নাকি বিবাদের সৃষ্টি হয়েছে। দুজনের মধ‍্যে ঝামেলার খবর নতুন নয়, এর আগেও শোনা গিয়েছিল বিবাদ এতটাই বেড়ে গিয়েছে যে তিয়াশাকে পুলিসে অভিযোগ পর্যন্ত জানাতে হয়েছে সুবানের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, কয়েক মাস ধরেই নাকি আলাদা থাকছেন তিয়াশা সুবান।

সম্পর্কিত খবর

X