হলুদ পোশাক, ফুলের গয়নায় সেজে মোহময়ী তিয়াশা, অনুরাগীদের মন জয় করল ‘শ‍্যামা’র ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের ভাইরাল (viral) হল ‘কৃষ্ণকলি’ শ‍্যামা ওরফে তিয়াসা রায়ের (tiyasha roy) ছবি (photo)। জি বাংলার কৃষ্ণকলি (krishnakali) ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় শুরু করার পর থেকেই জনপ্রিয়তার চূড়ায় ওঠেন তিয়াশা। এখন তিনি ছোটপর্দার অন‍্যতম পরিচিত মুখ। বেশ কিছুদিন পর অন‍্যরকম লুকে ধরা দিলেন তিয়াশা।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে ফের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিয়াশা। হলুদ পোশাকে এবার ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। সঙ্গে মাথায় পরেছেন ফুলের টিকলি, কানে ফুলের দুল। তিয়াশার মোহময়ী রূপ থেকে চোখ সরানো যাচ্ছে না। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।

এর আগে স্বামী সুবান রায়ের সঙ্গে লেন্সবন্দি হন তিয়াশা। এদিন দুজনের পরনেই ছিল ওয়েস্টার্ন পোশাক। গাঢ় সবুজ ফুল স্লিভ গাউনে দেখা যায় তিয়াশাকে। পাশে সাদা প‍্যান্ট, লাল শার্ট ও কালো ব্লেজারে হ‍্যান্ডসাম দেখাচ্ছিল সুবানকেও।

https://www.instagram.com/p/CIZz602BZwy/?igshid=1saq70dnfto50

এই মুহূর্তে ১৮ বছরের লিপ নিয়েছে সিরিয়াল কৃষ্ণকলি। বেশ কিছুদিন ধরে টিআরপি কমতির দিকে রয়েছে ‘কৃষ্ণকলি’র। একের পর এক মোড় এনেও টিআরপি আর আগের মতো করা সম্ভব হয়নি। আসলে একঘেয়ে চিত্রনাট‍্যে বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকেরা। তাই এবারে সোজা ১৮ বছরের লিপ নিয়েছে কৃষ্ণকলি পরিবার।

https://www.instagram.com/p/CIBXpZbh8DK/?igshid=tvpez2yubz3h

সিরিয়ালে এখন দেখানো হচ্ছে তিয়াশা ওরফে শ‍্যামার আগের কোনো স্মৃতিই নেই। নিখিল কিছু না জেনেই শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণাকে বেনারস থেকে এনে নিজেদের বাড়িতে তোলে। সেখানে নিখিলের মেজ দাদার মেয়ের বিষ দৃষ্টিতে পড়ে শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণা।

https://www.instagram.com/p/CHuGXNgBNog/?igshid=t0jo59md83po

প্রসঙ্গত, ২০১৭ সালে সুবান রায়ের সঙ্গে নাটকের ওয়ার্কশপে আলাপ হয় তিয়াশার। সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। দুজনের মধ‍্যে বয়সের ফারাক ১০ বছর। কিন্তু কথায় বলে, ভালবাসা বয়স দেখে না। তিয়াশা ও সুবানও যেন তারই প্রমাণ।

X