ছেলে ছেলে ক‍রবেন না, সে এখন আমার, শাশুড়ির সঙ্গে তিয়াশার বিবাদ প্রকাশ‍্যে!

বাংলাহান্ট ডেস্ক: ফের ভাইরাল (viral) হল ‘কৃষ্ণকলি’ শ‍্যামা ওরফে তিয়াসা রায়ের (tiyasha roy) ভিডিও (video)। জি বাংলার কৃষ্ণকলি (krishnakali) ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় শুরু করার পর থেকেই জনপ্রিয়তার চূড়ায় ওঠেন তিয়াশা। এখন তিনি ছোটপর্দার অন‍্যতম পরিচিত মুখ।

সম্প্রতি তিয়াশার একটি নতুন ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে খাতা বাজিয়ে গান গাইতে শোনা যাচ্ছে তাঁকে। ছেলে ছেলে করবেন না শাশুড়ি মা, আপনার ছেলে এবার আমার, গানের মাধ‍্যমে এমনটাই বলেছেন তিয়াশা। তাঁর একটি ফ‍্যানপেজে শেয়ার করা হয়েছে এই ভিডিও।

IMG 20210323 151200

ভিডিওটি মজার ছলে করলেও নেটিজেনের মনে উঁকি দিয়েছে সন্দেহ। তবে কি আবার শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন‍্য হয়েছে তিয়াশার? অভিনয় জগতে আসার আগেই সুবান রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিয়াশা। সুবান নিজেও একজন অভিনেতা। বিয়ের প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও পরে চরমে ওঠে অশান্তি।

শোনা যায়, অশান্তির জেরে গোবরডাঙা থানায় সুবানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিয়াশা। অভিনেত্রীর অভিযোগ ছিল, তাঁর এই খ‍্যাতি মেনে নিতে পারছেন না সুবান। ইগোর সমস‍্যায় ভুগছেন তিনি। অন‍্যদিকে সুবানের অভিযোগ, মেয়ে এখন জনপ্রিয় তাই তিয়াশার মা নাকি তাঁকে বাপের বাড়িতে নিয়ে রাখতে চান। অভিনেত্রীর মা নাকি বিবাহ বিচ্ছেদও চেয়েছিলেন দুজনের। অবশ‍্য তিয়াশার অভিযোগের পর সুবানই থানায় গিয়ে সমস্ত কিছু মিটমাট করে তাঁকে বাড়িতে নিয়ে আসেন।

https://www.instagram.com/p/CMoJlLwBIsC/?igshid=59im0qps92gl

তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আবার গুঞ্জন উঠেছে তিয়াশা ও সুবানের বিবাদ নিয়ে। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে দীর্ঘদিন কোনো ছবি শেয়ার করেননি অভিনেত্রী। এই মুহূর্তে কৃষ্ণকলির শুটিং নিয়েই ব‍্যস্ত রয়েছেন তিনি।

সিরিয়ালে আবারো ফিরে এসেছে তিয়াশা ওরফে শ‍্যামার আগের স্মৃতি। শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণাকে না জেনেই নিজের বাড়িতে এনে তোলে নিখিল। তারপর ঘটনাচক্রে নিখিল ফিরে পায় শ‍্যামাকে, জানতে পারে কৃষ্ণার আসল পরিচয়। কিন্তু অপরদিকে রাধারানী এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। শ‍্যামার পাশাপাশি কৃষ্ণার বিরুদ্ধেও এখন ষড়যন্ত্র করছে সে।

Niranjana Nag

সম্পর্কিত খবর