একুশে জুলাই উপলক্ষে চীনা ভাষায় দেওয়াল লিখন! অভিনব দৃশ্যের সাক্ষী রইল কলকাতাবাসী

বাংলা হান্ট ডেস্কঃ একুশে জুলাইয়ের সমাবেশে এবার চীনা-যোগে মেতে উঠতে চলেছে শহর কলকাতা (Kolkata)। শুনতে অবাক লাগলেও খাস কলকাতাতে দেখা গেল চীনা ঝলক!

মাঝে আর মাত্র এক দিনের অপেক্ষা আর তারপরেই একুশে জুলাই উপলক্ষে ধর্মতলা চত্বরে লাখ লাখ লোকের সমাগম হতে চলেছে। সামনেই লোকসভা নির্বাচন আর তার পূর্বে ‘শহীদ দিবস’ সমাবেশে একাধিক চমক অপেক্ষা করে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তার পূর্বে এদিন খাস কলকাতায় উঠে এলো চীনা ভাষায় দেওয়াল লিখন। এদিন কলকাতার ট্যাংরায় চীনা ভাষাতে দেওয়াল লিখন করতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, বিগত দুই বছর করোনার কারণে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় শহীদ দিবস। তবে এ বছর ধর্মতলা চত্বরে আগের মতো করেই অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ লোকের মাঝে বক্তৃতা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জনগণের উদ্দেশ্যে কি ভাষণ দেন মুখ্যমন্ত্রী, তা দেখার অপেক্ষায় রয়েছে সকলে। ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তৃণমূল কর্মী সদস্যরা আসতে শুরু করে দিয়েছে। প্রস্তুতি সভার পাশাপাশি গোটা বাংলা জুড়ে প্রচার চলছে দ্রুত গতিতে।

21st July

জানা গিয়েছে, বাংলার পাশাপাশি অন্যান্য একাধিক রাজ্যে জায়ান্ট স্ক্রিনে দেখানো হতে চলেছে সমাবেশ। গোটা দেশবাসীর সামনে মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরাই এক্ষেত্রে প্রধান উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। এর মাঝেই এদিন ট্যাংরায় অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো এলাকাবাসী। এলাকায় চীনা ভাষায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূলের কর্মীরা। তবে শুধু দেওয়াল লিখনই নয়, একইসঙ্গে আরো একাধিক চমক অপেক্ষা করে রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Sayan Das

সম্পর্কিত খবর