‘ওরা আমাদের দলের আবর্জনা…’, ভরা সভায় দাঁড়িয়ে কাদের উদ্দেশে এমন বললেন অভিষেক?

বাংলা হান্ট ডেস্কঃ বেজে গিয়েছে ভোটের দামামা। গতকালই ২০২৪ লোকসভা নির্বাচনের (Loksabha Vote) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার ভোটের প্রচারে গিয়েছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখান থেকেই ফের একবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন বেলদায় দাঁড়িয়েছে অভিষেক বলেন, ‘ভোটের দিন ঘোষণা হয়ে গেল। আমরা আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছি। এদিকে বিজেপি এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা দিতে পারল না। কারণ আমরা আমাদের দল থেকে যাদের ত্যাগ করছি। ওরা তাদেরই গ্রহণ করছে। আমরা তাড়াচ্ছি, ওরা সেই আবর্জনা গ্রহণ করছে।’

   

সিপিআইএম ও বিজেপিকে একজোটে তীব্র আক্রমণ করেন অভিষেক। সাংসদ বলেন, ‘এলাকায় মাতাল, চোর, চিটিংবাজ, পাতাখোর, দুর্নীতিবাজ এরা সব বিজেপি করে। এরা সব সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছে। যেই বিজেপি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে না, যার আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সত্‍ সাহস নেই। সে আবার বাংলার লোককে কী করে গ্যারান্টি দেবে? ওদের উচিৎ চ্যালেঞ্জ একসেপ্ট করা।

এদিনের ভোটপ্রচার থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠে এল অভিষেকের মুখে। তৃণমূল সেনাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন বাংলাকে টাকা দিয়েছেন, দিয়ে থাকলে প্রমাণ দিন’। এরা বাংলা বিরোধী বলছি। ‘এরা বাংলার মানুষকে দুর্বল ভাবে। রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকা দিয়েছে।’

abhishek banerjee brigade jonogorjon sobha

আরও পড়ুন: ছিল বাঘ, হয়ে গেল বেড়াল! CBI-র সাঁড়াশি আক্রমণে শেষপর্যন্ত নতি স্বীকার শাহজাহানের

অভিষেক আরও বলেন, ‘বাংলাকে আবাস ও ১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র। একমাত্র আমাদের রাজ্যেরই ১০০ দিনের টাকা আটকে রেখেছে।’ অভিষেকের হুঙ্কার, ‘বাংলাকে ৫ পয়সাও দিয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন’। ‘অনেক হয়েছে। এদের দয়া নিয়ে আমরা বাঁচব না। এদের কাছে আর মাথা নীচু করবে না বাংলার মানুষ।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর