ছিল বাঘ, হয়ে গেল বেড়াল! CBI-র সাঁড়াশি আক্রমণে শেষপর্যন্ত নতি স্বীকার শাহজাহানের

বাংলা হান্ট ডেস্কঃ সিআইডির হেফাজতে থাকা বাঘ ক্রমেই হয়ে উঠছে বেড়াল। গত ৫ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পর থেকে থেকে টানা ৫৫ দিন পর সন্দেশখালি কাণ্ডের মূল মাথা শেখ শাহজাহানকে (Seikh Shahjahan) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর পরই শাহজাহানের শরীরি ভাষা নিয়ে চর্চা শুরু হয়। কিভাবে পুলিশের সামনেও বহাল এত দাপট, এই নিয়েই প্রশ্ন উঠছিল।

এদিকে সেই সময়ই অভিযুক্তকে হেফাজতে পেতে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ টালবাহানার পর আদালতের নির্দেশে বর্তমানে সিবিআই হেফাজতে শাহজাহান। হেফাজতে শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। আর এসবের মধ্যেই শোনা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের দীর্ঘ জেরাতেই নাকি কুপোকাত সন্দেশখালির দাপুটে নেতা! শোনা যাচ্ছে হঠাৎই শাহজাহানের মধ্যে ঠিক-ভুলের বিচারবোধ জেগে উঠেছে। সূত্রের খবর এমনটাই।

সিবিআই এর একটি সূত্রে জানা যাচ্ছে, তাদের জেরায় নাকি শেখ শাহজাহান বলেছেন, সন্দেশখালিতে সেদিন (৫ জানুয়ারি) যা হয়েছিল, তা মোটেই ঠিক হয়নি। জেরায় তিনি জানিয়েছেন, ‘বাদশা’ শাহজাহান বলেছেন, রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে তার বাড়িতে গেলে ইডির উপর হামলা চালানো হয়। তাদের গাড়ি ভাঙা হয়, মেতে মাথা ফাটিয়ে দেওয়া হয়, সেই কোনো ঘটনাকেই তিনি সমর্থন করেন না।

অর্থাত্‍ শাহজাহান বলতে চাইছেন, তিনি নিজে ওই হামলার সঙ্গে যুক্ত নন। পাশাপাশি যারা হামলা করিয়েছে বা করেছে তাদেরও তিনি সমর্থনও করেন না। সিবিআই এর ধারণা, ইডি হামলার ঘটনার সাথে কোনোভাবেই নিজেকে জড়াতে চাইছেন না সন্দেশখালির বাঘ।

shahjahan cbi 7

আরও পড়ুন: ভয়ঙ্কর খেল দেখাবে কালবৈশাখী! দক্ষিণবঙ্গের ৭ জেলায় শিলাবৃষ্টিও: সতর্ক করল আবহাওয়া দপ্তর

ওদিকে বাঘ নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা করলেও, সিবিআই শেখ শাহজাহানের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। সন্দেশখালির মতো জায়গায়, যেখানে শাহজাহানের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কোনোটাই কারও অজানা নয়, সেখানে তার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেছে সেই কথায় আমল দিতে নারাজ সিবিআই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর