ভয়ঙ্কর খেল দেখাবে কালবৈশাখী! দক্ষিণবঙ্গের ৭ জেলায় শিলাবৃষ্টিও: সতর্ক করল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। দুদিন থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গতকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি ছিল। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাল, আজ থেকে আরও খারাপ হতে পারে পরিস্থিতি। সেই কারণে বহাল থাকবে কমলা সতর্কতা।

আজ রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড় উঠতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। বর্তমানে ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে। আজকের পর আগামীকাল দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। সেদিনও জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

আগামী মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবারের জন্য দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। আগামী ২ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ফের রাতের তাপমাত্রা দু’-তিন ডিগ্রি কমতে পারে।

weather n

আরও পড়ুন: ED পেটানোর মূল চক্রী! শাহজাহানের পর গ্রেফতার ভাই আলমগীর, CBI এর হাতে নয়া তথ্য

উত্তরবঙ্গের আবহাওয়া: গতকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এও। আজও এই দুই জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপাতত ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে।‌ শুকনো থাকবে আবহাওয়া।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর