মাত্র ৯৯৯ টাকায় নতুন ইলেকট্রিক স্কুটি! Motovolt M7 ইভি স্কুটারের উদ্বোধন হল কলকাতায়

বাংলাহান্ট ডেস্ক : যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা। সময়ের সাথে তাল মিলিয়ে অনেকেই আবার বেছে নিচ্ছেন ইলেকট্রিক ভেইক্যাল। বাজারের কথা মাথায় রেখে বহু সংস্থা তাই নিয়ে আসছে ইলেকট্রিক স্কুটি কিংবা বাইক। Motovolt Mobility Pvt Ltd জেন ওয়াইয়ের কথা মাথায় রেখে বাজারে নিয়ে এল Motovolt M7 ইলেকট্রিক স্কুটার।

মাইলেজ থেকে শক্তিশালী ব্যাটারি, নতুন এই স্কুটারের বৈশিষ্ট্য চোখে পড়ার মতো। Motovolt Mobility Pvt Ltd দাবি করেছে বহু নামিদামি কোম্পানির স্কুটারও হার মেনে যাবে তাদের এই মডেলটির কাছে। কলকাতায় সম্প্রতি লঞ্চ হল Motovolt M7 মডেলটি।3kWh ইউনিটের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে Motovolt M7 মডেলটিতে। 

আরোও পড়ুন: পরা যাবে না জিন্‌স, টি-শার্ট! এবার শিক্ষক-শিক্ষিকাদের জন্য চালু হল নতুন পোশাকবিধি

প্রয়োজন মতো এই স্কুটারের ব্যাটারি খুলে পৃথকভাবে চার্জ দেওয়া যাবে। কোম্পানি দাবি করেছে মাত্র কয়েক ঘন্টায় এই ব্যাটারি ফুল চার্জ হতে সক্ষম। এছাড়াও সংস্থা জানাচ্ছে একবারের ফুল চার্জে এই স্কুটার ১৬৬ কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারে। শুধু যাতায়াত নয়, পণ্য পরিবহণের ক্ষেত্রেও এই স্কুটার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরোও পড়ুন: আর রইল না চিন্তা, ফ্যামিলি পেনশন নিয়ে বড় সুখবর শোনাল রাজ্য! জারি নয়া বিজ্ঞপ্তি

এই স্কুটার তৈরিতে ব্যবহার হয়েছে শক্তিশালী ক্রেডল হেভি-ডিউটি মাইল্ড স্টিল ফ্রেম। Motovolt M7 মডেলটি ১৮০ কিলো পর্যন্ত ভার নিতে সক্ষম।এই সংস্থা জানাচ্ছে ভবিষ্যতে Motovolt M7 এর একাধিক ভেরিয়েন্ট তারা বাজারে আনবে। বর্তমানে এই স্কুটারটি লাইটনিং গ্রে, গ্যালাক্সি রেড, ব্লু জে, ডোভ হোয়াইট, ক্যানারি ইয়োলো এবং পুমা ব্ল্যাক রঙে উপলব্ধ।

screenshot 2024 03 02 at 1.23.20 am

টিএফটি স্ক্রিন সহ মোবাইল অ্যাপ কানেকটিভিটির সুবিধা, সামনে ও পিছনে LED indicators, Side Stand Sensor সহ হ্যান্ডেল লক এই স্কুটারের অন্যতম বৈশিষ্ট্য। বাণিজ্যিকভাবে খুব শীঘ্রই বাজারে আসছে  এই স্কুটার। এই স্কুটারটির দাম পড়বে ১,২২,০০০ টাকা। বর্তমানে মাত্র ৯৯৯ টাকা দিয়ে ইচ্ছুকরা এই স্কুটারটিকে বুক করতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর