অভিষেকের মতো জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নেই: ইদ্রিস আলি

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। কিছুদিনের অপেক্ষা মাত্র। তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভোটপূর্বে তৃণমূলের নবজোয়ার যাত্রায় মেতে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুমাস ধরে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পৌঁছে যেতে জনসংযোগ যাত্রার সূচনা করেছেন তিনি। সেই মতোই গতকাল ও আজ মুর্শিদাবাদে (Murshidabad) সভায় মেতেছেন অভিষেক।

শুক্রবার দলনেতাকে মুর্শিদাবাদে দেখে উচ্ছ্বসিত বিধায়ক ইদ্রিস আলি (Idrish Ali)। আর সেখান থেকেই চব্বিশের ভবিষ্যদ্বাণীও করে দিলেন বিধায়ক। সাফ কথায় তিনি বলেন, “২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), আর বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

এখানেই শেষ নয়! বিধায়ক আরও বলেন, “৩৬ বছরের একজন যুবক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নেই।” বিধায়কের এই মন্তব্যের পরই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

idris ali

প্রসঙ্গত, গতকাল অভিষেকের সভায় ভীড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো মুর্শিদাবাদে ঢুকতেই ফেটে পরে ভীড়। জনজোয়ারে শুরু হয় হুড়োহুড়ি। ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নামে। ভীড়ের পরিমান এতটাই ছিল যে ধাক্কাধাক্কিতে বিধায়ক ইদ্রিস আলি-সহ অনেকেই পড়ে গেলেন সটান রাস্তায়। অভিষেকের সভায় জনজোয়ার দেখে রীতিমতো খুশিতে মত্ত জোড়াফুল শিবির।

অন্যদিকে এই নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “শাসকদল যখন ক্ষমতায় থাকে তখন লোক কীভাবে হয় তা সকলের জানা। ২০১১ সালে সিপিআইএমের ব্রিগেড দেখে কেউ বুঝতে পারেনি এই দলটা হারতে চলেছে। তাই মানুষকে বোকা মনে করার কোনও কারণ নেই।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর