বিরাট সমস্যায় অভিষেক, তড়িঘড়ি ছুটে গেলেন মমতা, আবার কী হল তৃণমূল সাংসদের?

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চোখে দেখা দিয়েছে সমস্যা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ করার পরই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান মঞ্চ থেকে সোজা চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।

এই খবর প্রকাশিত হয়েছে তৃণমূলের  মুখপত্রের সান্ধ্য সংস্করণে। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সমস্যা তৈরি হয়েছে চোখে বেশি পরিমাণ সময় ধরে কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণে। এখন বিশ্রামের প্রয়োজন রয়েছে সাংসদের। প্রসঙ্গত, ২০১৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের একটি দলীয় কর্মসূচি থেকে ফিরছিলেন।

আরোও পড়ুন : রাস উৎসবের আগেই দুর্দান্ত উপহার রেলের! ট্রেন পাবেন সারারাত, দেখুন কোন কোন স্টেশনে থামবে

ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের গাড়ির সংঘর্ষ হয় একটি দুধের গাড়ির সাথে। এই দুর্ঘটনায় চোখে আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের বাম চোখে গুরুতর  আঘাত লাগে। তারপর একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রপচার হয়েছে। অভিষেক আমেরিকা থেকে চোখের চিকিৎসা করে ফিরেছিলেন ২০ আগস্ট।

1700664847 abhishek 1

অন্যদিকে, আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর