তৃণমূলের বিরুদ্ধে সরকারি স্ট্যাম্প লাগিয়ে তোলাবাজির অভিযোগ তৃণমূলেরই

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (tmc) কাজের বিরুদ্ধে অভিযোগ করে সরাসরি পুলিশের দারস্থ হল তৃণমূল! শুনতে অবাক লাগলেও, বাস্তবে ঠিক এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে (siliguri)। সেখানে সরকারি শীলমোহর ব্যবহার করে টাকা তোলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধেই পুলিশের দারস্থ হয় তৃণমূল।

বিষয়টা হল, আসন্ন পুরনিগম নির্বাচনকে ইস্যু করে ৫০০০ টাকার চাঁদা কাটা একটি রসিদ ভাইরাল হয়। যেখানে দেখা যায়, রসিদের উপর বড় বড় হরফে ছাপানো হয়েছে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। নীচে ছোট করে লেখা রয়েছে ‘শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন ২০২১-২২’।

IMG 20210920 090746

এই দুই লাইনের নীচে বক্স করে লেখা রয়েছে ‘ডোনেশন’। আর তার ঠিক পাশেই রয়েছে শিলিগুড়ি পুরনিগমের সরকারি শীলমোহর। এমনই একটি রসিদে ৫০০০ টাকার চাঁদা কাটা হয়েছে ‘ইস্ট ইন্ডিয়া ট্রান্সপোর্ট এজেন্সি’ নামে একটি বেসরকারি পরিবহন সংস্থার অফিসের নামে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় চারিদিকে।

দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান অলক চক্রবর্তীকে ঘটনার বিষয়ে জানাতেই, তিনি বিন্দুমাত্র দেরী না করে পুলিশের দারস্থ হন। একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির ভক্তিনগর থানায়। অর্থাৎ তৃণমূলের নামেই অপর এক তৃণমূল কর্মী থানায় অভিযোগ দায়ের করলেন।

অলক চক্রবর্তীর কথায়, ‘যে বা যারা এই কাজ করেছেন, তা সে তৃণমূলেরই হোক কিংবা অন্য দলের, তাঁদের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়। প্রকৃতপক্ষে দলের বদনাম করার জন্যই কেউ চক্রান্ত করে এমন কাজ করেছে’। এই ঘটনায় কিছুটা হলেও চাপে রয়েছে তৃণমূল শিবির। চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Smita Hari

সম্পর্কিত খবর