ভোটের আগের দিনই রক্তাক্ত বাংলা! কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে

বাংলাহান্ট ডেস্কঃ ২৪ ঘন্টা বাদেই রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ (6th Phase WB Assembly Poll)। তার আগে ফের খুন হল বাংলায়। বঙ্গে নির্বাচনের দামামা বাজতেই সব দলই যেমন নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমেছে। তেমনই সেই ভোটের বাংলায় থেকে একেরপর এক উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। গতকাল অর্থাৎ মঙ্গলবারই মুর্শিদাবাদে (Murshidabad) বোমাবাজি তে প্রাণ হারান কংগ্রেস (Congress) কর্মী। তার রেশ কাটতে না কাটতেই ফের খুন মুর্শিদাবাদে।

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেস কর্মীকে (TMC Activist Murdered)। মৃতের নাম বাদল ঘোষ। গতকাল রাতে চোয়া গ্রাম পঞ্চায়েতের পাড়াগ্রাম এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এমনকি এই খুনের জেরে গতকাল রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে।

ময়নাতদন্তের জন্য মৃতকে নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতালে।

মঙ্গলবার রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাদল ঘোষ। ঠিক তখনই গ্রামে ঢোকার মুহূর্তে তাঁর সাইকেল দাঁড় করায় একদল দুষ্কৃতী। এরপরই এলোপাতাড়ি ধারাল অস্ত্রের কোপ মারা হয় তাঁকে। সেই অস্ত্রের কোপে তাঁর মাথা দেহ থেকে মাথা আলাদা হয়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এমনকি খুনের পরপর বোমাবাজিও চলে বলে স্থানীয়দের অভিযোগ।

অন্যদিকে, এই মৃত্যুর কারণ নেহাতই রাজনৈতিক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয় খুনের কারণ নিয়ে ধন্দ রয়েছে। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হয়েছেন বাদল ঘোষ। এক প্রতিবেশীর সনাতন ঘোষের জমি নিয়ে বিবাদ চলছিল। তার জেরেই এই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটিনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত খবর