আর এসি ঘরে থাকার দিন শেষ,এবার বাড়ি বাড়ি যাবে তৃনমূল বিধায়করা

বাংলাHunt : তৃণমূল বিধায়কদের এসিতে বসে থাকার দিন শেষ। ফের মাঠে ময়দানে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি নবান্নে সরকারি কাজকর্মের খতিয়ান এরপর একটি বৈঠক করেন, সেখানে সমস্ত সাংসদ, বিধায়ক দের কাছে জানতে চায় কোথায় তাদের খারাপ হলো এবং যে খানে খারাপ হয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে তিনি বুঝাতে চাইছেন যে মানুষের উন্নয়নে সর্বদা এবং সব সময় কাজ করবে তৃণমূল।
a1f53 img 20190604 wa0006
যেভাবে বাড়ি যাবে বাড়ি যাওয়া রণকৌশল ঠিক করেছে বিজেপি ও পাল্টা শুরু করেছে, তাদের নেতা থেকে কর্মী সকলের কাছে পাঁচ বছরের মোদীজি ক্ষমতায় এসেছে এবং দেশের পরিবর্তন করছে সেই মতন বাংলার পরিবর্তনের জন্য আরেকবার পরিত্রান চাইছে বলে মানুষকে বোঝাবেন। এখন দেখার বিষয় ২০২১ এর বিধানসভা ভোট হয়,তার আগে বাংলায় ভোট হয় কি না সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল তাদের রনকৌশল। আজ থেকেই তৃণমূলের বিধায়ক প্রতিটি সাধারণ মানুষের বাড়িতে যাবেন এবং হাতজোড় করে জিজ্ঞাস করবেন সুবিধা-অসুবিধার কথা অর্থাৎ শাসকে থেকেও মাঠে নামতে হবে তৃনমূল বিধায়কদের।

সম্পর্কিত খবর