‘৭২৫ কোটি টাকার দুর্নীতি’- বিজেপিতে যোগ দিতেই শুভেন্দু অধিকারীর উপর গুরুতর অভিযোগ আনল তৃণমূল

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের আগে শুভেন্দুকে নিয়ে ব্যাপক জল্পনা চলছিল। কেউ বলেছিলেন শুভেন্দু অন্য পার্টিতে যোগদান করবে, আবার কারোর ধারণা ছিল তৃণমূলকে ঝটকা দিয়ে বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু।

এখন অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদানের মাধ্যমে তৃণমূলকে হাইভোল্টেজ ঝটকা দিয়েছেন শুভেন্দু অধিকারী। যারপর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে মুখর হয়ে পড়েছেন তৃণমূলের বড়ো বড়ো নেতা নেত্রীরা। মদন মিত্র থেকে শুরু করে স্বয়ং মমতা ব্যানার্জী পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন।

অবশ্য শুভেন্দুর মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর যখন তৃণমূল বেশ চাপে ছিল তখনও অবধি শুভেন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ তোলেনি তৃণমূলের নেতা নেত্রীরা। এখন বিজেপির ছাড়তেই শুভেন্দুর উপর গুরুতর অভিযোগ আনতে শুরু করেছে তৃণমূল।

শনিবার দিন তৃণমূল বিধায়ক আখিল গিরি অভিযোগ তোলেন পরিবহন দফতর থেকেই ৭২৫ কোটি টাকার দুর্নীতির ফাইল এসেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অখিল গিরি বলেছেন, অনেক স্থানে ফ্ল্যাট কিনে রেখেছে। শুভেন্দুকে আক্রমন করে অখিল গিরি বলেন, কলকাতায় ৫ টি ফ্ল্যাট, কাঁথিতে ৪ টি ফ্ল্যাট আছে। একের পর এক কেলেঙ্কারি বেরোচ্ছে বলে কটাক্ষ করেন অখিল গিরি। শুভেন্দু অধিকারীকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

উল্লেখ্য, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুজাতা মন্ডল জমানত জব্দ করার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। তৃণমূল নেত্রী কাকলি ঘোষদস্তিদারও শুভেন্দুর জামানত জব্দ হবে বলে আক্রমন করেছিলেন। এখন প্রশ্ন উঠছে তাহলে কি সবকিছুই পরিকল্পনা মাফিফ? তৃণমূল নেতা মদন মিত্রও শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন যে হিম্মত থাকলে নন্দীগ্রাম থেকে দাঁড়ান তিনি। বিজেপি যোগদানের পর শুভেন্দুর উপর লাগাতার আক্রমন তৃণমূলের অভিযোগের উপর প্রশ্নচিন্হ লাগিয়েছে।


সম্পর্কিত খবর