বাংলাকে বদনাম করতে বন্দে ভারতে পাথর ছুঁড়েছে বিজেপিই! দাবি তৃণমূলের

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক স্টেশনে পাথর ছুঁড়ে মারা হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে (Vande Bharat Express)। দায় কার? বিষয়টিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী তরজা তুঙ্গে। তৃণমূলের (All India Trinamool Congress) দাবী বাংলার নাম এবং যশকে নষ্ট করার জন্য বিজেপি (Bharatiya Janata Party) নিজের কর্মীদের দিয়ে পাথর ছুঁড়েছে। অন্যদিকে বিজেপির দাবী, তাঁরা মমতার সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছিলো, এর ফলে তৃণমূল সরকার রেগে গিয়ে এই কাজটি করেছেন।

ইতিমধ্যেই ট্রেনটি বাতিল করা নিয়ে একটি রিপোর্ট বেরিয়েছে ‘জাগো বাংলা’য়। তৃণমূলের বক্তব্য হলো এই যে, বন্দে ভারতকে প্রধান ট্রেন প্রমাণ করার জন্য বিজেপি ইচ্ছে করে শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express) বন্ধ রেখেছে। বিজেপির দাবী, লাইনে কাজ চলার জন্য আপাতত শতাব্দী এক্সপ্রেস বন্ধ। এতে তৃণমূল আবার পাল্টা জবাব দেয় যে, শতাব্দী ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ট্রেন। তা বন্ধ হলে চলবে কী করে?

   

অন্যদিকে শতাব্দী আর বন্দে ভারত দুটি ট্রেনের ট্র্যাক লাইন-ও মোটামুটি এক। তাহলে কেন বন্দে ভারত ট্রেনটিও বাতিল হলো না? কেন শুধু শতাব্দী এক্সপ্রেসকেই বন্ধ হতে হলো? এই রিপোর্টের মাধ্যমেই তৃণমূল বোঝাতে চেয়েছে যে, বিজেপি এইভাবেই ষড়যন্ত্র করে নিজের জোর বজায় রাখতে চাইছে।

jpg 20230104 113842 0000

বন্দে ভারত যখন মালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় তখনই তার ওপর হামলা করা হয়, পাথর ছুঁড়ে মারা হয়। ট্রেনের দুটি কামরা যথাক্রমে সি থ্রি ও সি সিক্স ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের গায়ে স্পষ্ট দেখা গেলো পাথর লাগার দাগ। ‘জাগো বাংলা’য় এই পাথর ছোড়া নিয়ে তারা বিজেপিকেই দায়ী করেছে। তাদের দাবী, এতো তো ট্রেন আছে তাহলে শুধু বন্দে ভারতকেই কেন পাথর ছুঁড়ে মারা হবে? বিজেপি ইচ্ছে করেই ট্রেনটির জনপ্রিয়তা বাড়াতে এমনটা করেছে বলে তাদের অভিযোগ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর