দিদির সুরক্ষা কবজের মাদুলি! ভোট পূর্বে এবার নয়া উপহার নিয়ে হাজির তৃণমূল সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ পাখির চোখ ২৩ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যয়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) কর্মসূচি। সেই কর্মসূচির আওতায় দিদির দূতেরা পৌঁছে যাচ্ছেন নিজেদের কেন্দ্রে জনসংযোগে। অন্যদিকে কর্মসূচীতে বেরিয়ে আম জনতার ক্ষোভের মুখে পরে একদিকে যখন চরম অস্বস্তিতে শাসকদল। ঠিক সেই সময়ই দিদির সুরক্ষা কবজের মাদুলি নিয়ে হাজির তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।

রবিবার আরামবাগের (Arambag) সাংসদ হুগলি (Hooghly) জেলার তারকেশ্বরের বিষ্ণুবাটি এলাকায় দুঃস্থদের কম্বল বিতরণের এক অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে থেকে গরিব, দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন তিঁনি। এরপর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ। সেখানে রাজ্যের বিভিন্ন জেলায় দিদির দূত হয়ে গিয়ে জনবিক্ষোভের মুখে পড়ার ঘটনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে হচ্ছে। তিঁনি বলেন, “যাঁরা কাজ করছে তাঁদের ভুল হবে। দিদির সুরক্ষা কবজের মধ্যে মানুষকে মাদুলি বানিয়ে দেব।”

পাশাপাশি এদিন বিজেপিকে একহাত নেন তৃণমূল নেত্রী। বিজেপিকে ভূতের সঙ্গে তুলনা করে আরামবাগের সাংসদ বলেন, “তৃণমূল ওঝা। বিজেপি নামক ভূতকে আমরা তাড়াতে জানি। যারা বিরোধিতা করে তাদের তাড়াতে তৃণমূল কংগ্রেস জানে।” শুধু তাই নয়, এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘লোডশেডিং নেতা’ বলেও কটাক্ষ করেন তিঁনি।

aparupa poddar

অপরূপার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির আরামবাগ সংগঠিনিক জেলার সদস্য গণেশ চক্রবর্তী। তাঁর কথায়, “যাঁরা গোটা পশ্চিমবঙ্গকে লুঠ করল, সেই তৃণমূল সরকার মানুষকে আইওয়াশের চেষ্টা করছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তাই এই সুরক্ষা কবজ। কিন্তু মানুশ এখন আপডেট। মানুষ সব বোঝে। আগামী পঞ্চায়েত ভোটে তার জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর