জেলবন্দি হলেও দাপট কমেনি? পার্থ ‘ঘনিষ্ঠ’দেরই বেহালা পশ্চিমের ওয়ার্ড সভাপতি করল তৃণমূল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) গ্রেফতার হয়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিগত প্রায় আড়াই বছর ধরে জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে তাঁর। একাধিকবার জামিনের আবেদন জানিয়েও সুরাহা হয়নি। এই আবহে সামনে আসছে বড় খবর! পার্থ ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিতদেরই বেহালা পশ্চিমের ওয়ার্ড সভাপতি করল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব।

জেলবন্দি পার্থর (Partha Chatterjee) ঘনিষ্ঠদেরই প্রাধান্য দিল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল!

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতেই এপ্রিলের প্রথম সপ্তাহে (সাসপেন্ডেড বিধায়ক) পার্থর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অধীন ১০টি ওয়ার্ডের নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হল। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিতরাই প্রাধান্য পেয়েছেন বলে খবর। এছাড়া যে তিনটি ওয়ার্ডের সভাপতিদের পরিবর্তন করা হয়নি, তাঁরাও ‘পার্থ অনুগামী’ হিসেবে পরিচিত।

যদিও নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর থেকে দীর্ঘদিন পার্থ (Partha Chatterjee) জেলবন্দি থাকায় তাঁর ‘অনুগামী’ কেউ আছেন কিনা সেটা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। নতুন ওয়ার্ড সভাপতিদের বিষয়ে বেহালা পশ্চিমের একজন তৃণমূল নেতা বলেন, ‘আগামী বছর বিধানসভা ভোট। সেকথা মাথায় রেখে নতুন সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় পাঁচবারের বিধায়ক। সেই কারণে যাদের সভাপতি করা হয়েছে, তাঁদের সঙ্গে পার্থের যোগাযোগ ঘনিষ্ঠ ছিল, সেটাই স্বাভাবিক। তবে এটুকুই বলা যায়, এখন সবাই অতীত ভুলে আগামীর দিকে এগিয়ে যেতে চাইছেন। সেই কারণে পার্থ-অধ্যায় পিছনে ফেলে এই সভাপতিরা দলের সঙ্গেই চলবেন’।

আরও পড়ুনঃ ১৫ বছর অতীত! এবার বাড়ছে বাণিজ্যিক গাড়ি ব্যবহারের সময়সীমা? চিন্তাভাবনা করছে রাজ্য

বেহালা পশ্চিমের অধীন ১১৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে থেকে গিয়েছেন ‘পার্থ অনুগামী’ হিসেবে পরিচিত অঞ্জন চক্রবর্তীকে। ১১৯ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে বর্ষীয়ান অংশুকুমার চট্টোপাধ্যায়কে। সত্তরোর্ধ্ব এই রাজনীতিককে দায়িত্ব দেওয়া নিয়ে দক্ষিণ কলকাতা তৃণমূলের (TMC) একটি সূত্রের দাবি, এই বিষয়েও ‘পার্থ ঘনিষ্ঠতা’র কথাই মাথায় রাখা হয়েছে।

১২৫ নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন ‘পার্থ ঘনিষ্ঠ’ (Partha Chatterjee) বিশ্বজিৎ অধিকারী। ১২৬ নং ওয়ার্ডের ক্ষেত্রে দায়িত্ব পেয়েছেন সুদীপ রায়। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর নেতৃত্বেই যুব সংগঠন থেকে উঠে এসেছিলেন। ১২৭ নং ওয়ার্ডে থেকে গিয়েছেন ‘পার্থ ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত উৎপল দত্ত। অন্যদিকে ১২৮ নং ওয়ার্ডের ক্ষেত্রে পার্থ একদা ছায়াসঙ্গী পার্থ সরকার ওরফে ভজার অনুমোদন নিয়ে সভাপতি করা হয়েছে সঞ্জীব রাজকে। ১৩২ নং ওয়ার্ডে আবার সভাপতি পদে বহাল রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অভিজিৎ দে-কে।

Partha Chatterjee health condition in SSKM Hospital

জানা যাচ্ছে, ‘পার্থ ঘনিষ্ঠ’দের ওয়ার্ড সভাপতি করার নেপথ্যে অনেকে ভজার ভূমিকা রয়েছে বলে মনে করছেন। এই বিষয়ে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের একজন অভিজ্ঞ নেতা বলেন, ‘এক্ষেত্রে ভজার ভূমিকা অনেকখানি রামায়ণের ভরতের মতো। ভোটের আগে পার্থদা জামিন পেলে যাতে ফের তাঁর বেহালা পশ্চিমে দাঁড়াতে সমস্যা না হয়, সেই চেষ্টাই করছে ভজা’।

আরও পড়ুনঃ পুলিশের হাতে সাংবাদিক আক্রান্ত হলেও নীরব কলকাতা প্রেস ক্লাব! ভিডিও শেয়ার করে গর্জে উঠলেন শুভেন্দু

তবে সব ওয়ার্ড সভাপতির ক্ষেত্রে যে ‘পার্থ ঘনিষ্ঠ’দেরই (Partha Chatterjee) প্রাধান্য দেওয়া হয়েছে এমনটা নয়। বেশ কিছু ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ১২৯, ১৩০ ও ১৩১ নং ওয়ার্ডের ক্ষেত্রে এমনটাই দেখা গিয়েছে। এই তিন ওয়ার্ডে যথাক্রমে সুবীর বরাট, কৌশিক বন্দ্যোপাধ্যায় ও দেবজ্যোতি গায়েনকে সভাপতি করেছে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল নেতৃত্ব।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X