বিষ্ণুপুরে গণনা কেন্দ্রে ধুন্ধুমার! সৌমিত্র খাঁ এগিয়ে যেতেই BJP-র ক্যাম্প অফিসে তৃণমূলের তাণ্ডব

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে লোকসভা ভোটগণনা (Loksabha Vote)। ৪৪ দিন ধরে, ৭ দফায় বাংলায় চলেছে ৪২ আসনের ভোটগ্রহণ৷ আজ হাতে আসবে রিপোর্ট কার্ড। ভোট চলাকালীন দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলা। আর এদিন ভোট গণনার দিনও ধুন্ধুমার। বিষ্ণুপুরে (Bishnupur) গণনা কেন্দ্রের সামনে হামলা।

বর্তমানে বিষ্ণুপুর হাইস্কুলে ভোট গণনা চলছে। পাশেই বিজেপিরর ক্যাম্প অফিসের ভেতর হামলা চালানো হয় বলে অভিযোগ। সৌমিত্র খাঁ (Soumita Khan) দ্বিতীয় রাউন্ডে ১০০০০ ভোটে এগিয়ে রয়েছে এই ঘোষণার পরই হাতাহাতি, ভাঙচুর। বিজেপির ক্যাম্প অফিসের ভেতর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। রীতিমতো লন্ডভন্ড হয়েছে ক্যাম্প অফিস। ওদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপি হামলা চালিয়েছে।

   

এবারের লোকসভা ভোটে একাধিক কেন্দ্রের মধ্যে বিষ্ণুপুরের দিকে নজর রয়েছে সকলেরই। এই কেন্দ্রে প্রতিপক্ষ প্রাক্তন স্বামী-স্ত্রী। ভোটযুদ্ধে মুখোমুখি হয়েছেন সৌমিত্র খাঁ এবং তৃণমূলের সুজাতা মন্ডল। প্রথম রাউন্ড গণনার শেষে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল ৯৯৯ ভোটে এগিয়ে ছিলেন। তবে তারপর থেকেই ঘুরে যায় খেলা।

bjp mp soumitra khan

আরও পড়ুন: এগিয়ে গেল ‘ছোকরা’ দেবাংশু! প্রথম ‘ধাক্কা’ খেতেই মুখ খুললেন অভিজিৎ, প্রাক্তন বিচারপতি বললেন…

শেষ পাওয়া তথ্য অনুযায়ী চতুর্থ রাউন্ড গণনা শেষে সৌমিত্র খাঁ ১৮০৬৮ ভোটে এগিয়ে রয়েছেন। একদা বামদুর্গ বিষ্ণুপুরে জোর ফাইট চলছে বলে স্বীকার করে নিয়েছেন সৌমিত্র খাঁ নিজেও। এবার জয়ের শেষ হাসি কে হাসে ফাইনাল আপডেট হাতে পেতে আর কিছুক্ষণের অপেক্ষা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর