বাংলাহান্ট ডেস্কঃ সদ্য তৃণমূল (All India Trinamool Congress) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল যে বড়সড় এক ধাক্কা পেয়েছে, সোজাসুজি না বললেও, সমস্ত রাজনৈতিক দলই তা বুঝতে পেরছে। একুশের নির্বাচনের আগেই তৃণমূলের শক্তিশালী সৈনিকরা সব একে একে দল ছেড়ে গিয়ে নাম লেখাচ্ছেন বিজেপি শিবিরে।
সম্প্রতি নন্দীগ্রামে এক জনসভা করেন সদ্য নিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে দাঁড়িয়েই তৃণমূলের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক মন্তব্যও শোনা যায় তাঁর গলায়। কিন্তু এদিকে সকালে শুভেন্দু অধিকারীর সভার পর রাতে তৃণমূল পার্টি অফিসে ভাংচুরের ঘটনা ঘটল নন্দীগ্রামে মহম্মদপুরের তৃণমূল পার্টি অফিসে।
ঘটনায় শাসক দল বিজেপি শিবিরের দিকে অভিযোগের তীর ছুঁড়েছে। সবুজ শিবির দাবি করেছে, মঙ্গলবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নন্দীগ্রামে মহম্মদপুরে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে টেবিল চেয়ার ভাঙচুর করে। রীতিমত তাণ্ডব চালায় বলে অভিযোগ করেছে সবুজ শিবির। যদিও এই ঘটনায় নিজেদের দিকে ওঠা অভিযোগের তীর সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বিজেপি শিবির।