দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়িতে ইট মারার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রামে। ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষও বাধে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ।

প্রাপ্ত খবর অনুযায়ী, আজ জামালপুরের বিজেপির কৃষক মোর্চার সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে যাওয়ার আগেই আমড়া মোড়ে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখায় তৃণমূলের কর্মীরা।

এই ঘটনার পরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপির কর্মীরা আর তৃণমূল কর্মীরা একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের এই সংঘর্ষের জেরে রাস্তায় যান চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ। পুলিশের তৎপরতায় দুই পক্ষই পিছু হটতে বাধ্য হয়।

এই ঘটনার পর দিলীপ ঘোষ বলেন, আমি জেখানেই যাই আমাকে এভাবেই আটকানোর চেষ্টা করে তৃণমূল। তিনি বলেন, আমার পিছনে গুন্ডা লেলিয়ে দেয় ওঁরা। গাড়িতে হামলা চালায়, ইট ছোড়ে। আমাদের রাজ্যে গণতন্ত্রের নাম গন্ধ নেই। আর এই কারণে বিরোধীদের এখন রাস্তায় বের হতে দিতে চায় না ওঁরা। দিলীপ বাবু বলেন, মানুষ ক্ষেপে উঠলে সরকার আইন শৃঙ্খলা সামলাতে পারবে তো?


Koushik Dutta

সম্পর্কিত খবর