কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা! চলল গুলি, পাথর! উত্তপ্ত দিনহাটা

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও কর্মসূচী আর এবার নিশীথের গাড়িতে হামলা। উঠল বোমাবাজির অভিযোগও। জানা যাচ্ছে, এদিন দিনহাটার (Dinhata) বুড়িরহাট এলাকায় কর্মসূচি ছিল নিশীথের। সেখানেই শাহের ডেপুটিকে কালো পতাকা দেখানো নিয়ে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ বাঁধে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এদিন বুড়িরহাটের বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিলেন। তৃণমূলের নিদান ছিল নিশীথ প্রামাণিক যেখানেই যাবেন সেখানেই তাকে কালো পতাকা দেখানো হবে। সেইমতই এদিন নিশীথ প্রামাণিকের গাড়ি সেখানে পৌঁছতেই উত্তেজনার সৃষ্টি হয়। কালো পতাকা দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

সূত্রের খবর, এদিন নিশীথ সহ বিজেপির অন্য বিধায়ক এবং প্রচুর কর্মী-সমর্থককে নিয়ে বেশ কয়েকটি গাড়ি নিয়েই সভাস্থলে যাচ্ছিল। অভিযোগ সেই সময়েই আক্রমণ করা নিশীথের ওপর। তার গাড়িতে হামলা চালানো হয় পাশাপাশি
নিশীথের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয় বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

nisith

এরপরই তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি বাহিনী। পাল্টা অভিযোগ শাসকদলের। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। পুরো ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি ভয়ঙ্কর এই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর