হেস্টিংসে সাংসদ সুনীল মন্ডলের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের মেদিনীপুরের জনসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সবুজ শিবিরের একঝাঁক নেতৃত্ব। শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল (Sunil Kumar Mandal), শীলভদ্র দত্ত-সহ একঝাঁক তৃণমূল নেতৃত্ব সেদিন হাতে তুলে নিয়েছিলেন গেরুয়া শিবিরের পতাকা। এবার সেই সুনীল মন্ডলকে কেন্দ্র করেই বিজেপির হেস্টিংস অফিসে চড়ল উত্তেজনার পারদ।

একুশের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সকল রাজনৈতিক দল। লক্ষ্যপূরণের লড়াইয়ে কখনও একদল ভেঙে নতুন করে সেজে উঠছে অন্য দল। ভাঙা গড়ার খেলা হয়েই চলেছে অবিরত। সেই সঙ্গে চলছে আক্রমণাত্মক ইঙ্গিতের লড়াই।

IMG 20201226 122054

তৃণমূল থেকে বিজেপিতে আগত নবাগত নেতৃত্বদের শনিবার অর্থাৎ আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ বিজেপির হেস্টিংস অফিসে সংবর্ধনার ব‍্যবস্থা করা হয়। কিন্তু সেখানে প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মন্ডল আসতেই তাঁর গাড়ি ঘিরে ধরেন স্থানীয় তৃণমূল কর্মীরা। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীরা এই নব বিজেপি নেতার গাড়ির বনেটে ঝান্ডা দিয়ে মেরে ভেঙে দেয়। সেই সঙ্গে বিজেপির হেস্টিংস পার্টি অফিসের সামনেই কৃষি আন্দোলনের সমর্থনে এক বিক্ষোভ মঞ্চ তৈরি করে তৃণমূল। সবকিছুর মধ্যে থেকে সাংসদ সুনীল মন্ডলকে ধাক্কাধাক্কিও করে তৃণমূল সদস্যরা। তারপর তাঁকে সেখান থেকে গার্ড দিয়ে বিজেপি কর্মীরা পার্টি অফিসের ভেতরে নিয়ে যায়। কিন্তু তৃণমূলের তরফ থেকে গোটা ঘটনাটাই অস্বীকার করা হয়।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) জানিয়েছেন, ‘এটা খুবই নক্কার জনক একটি ঘটনা। কোনও রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ের সামনে নোংরামি কিভাবে হয়? দেখবেন মানুষের সময় যখন খারাপ হয়, তখন তার বিবেকও নষ্ট হয়ে যায়। এই ঘটনার পর মুখ‍্যমন্ত্রী তাঁর কালীঘাটের বাড়িতে ঢুকতে পারবেন তো?’

Smita Hari

সম্পর্কিত খবর