পিছিয়ে ৫০ কাউন্সিলর, জোড়াফুল ঢাকল ঘাসফুলে

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের আগেই তৃণমূল কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দেয়া হয়েছিল, বলা হয়েছিল কোন কাউন্সিলর লিড দিতে না পারলে আগামী পুরভোটে তাকে প্রার্থী করা হবে না। এখন দেখা যাচ্ছে সেই ফরমান মানতে গেলে সমস্যার মুখে পড়তে হবে তৃণমূলকে। লোকসভা ভোটের ফলাফলে দেখা যাচ্ছে,কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তত ৫০ জন কাউন্সিলর নিজেদের পিছিয়ে রয়েছেন। বলে যেতে পারে পদ্ম ফুলে ঢেকে গিয়েছে ঘাসফুল। ভোটার ফল দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন বহু কাউন্সিলের।
535e5 modi mamata

লোকসভা ভোটের ফলাফল দেখে মেয়র ফিরহাদ হাকিম বলেন,”গত জানুয়ারিতে পুরভোটে আমি দিতেছিলাম ১৪ হাজার ভোটে সেটা কমে এবার হয়েছে ১১০০! আসলে ধর্মীয় মেরুকরণ এর সুরসুরি দিয়েই এবার ভোট হল। এই প্রবণতা বাংলায় বেশি দিন টিকবে না,।

পদ্মফুলে ঢাকা পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ি,৭৩ নং ওয়ার্ডেও বিজেপি রয়েছে প্রথম স্থানে পিছিয়ে পড়েছে তৃণমূল। এই অস্বাভাবিক ফলে হতবাক হয়ে গিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর রতন মালাকার। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আর টি ওয়ার্ডের মধ্যে ছটিতেই (৬৩,৭০,৭১,৭২,৭৩ ও ৭৪) এগিয়ে রয়েছে বিজেপি।তবে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের গড তৃণমূলের দখলে রয়েছে। তা অবশ্য সম্ভব হয়েছে ফিরহাদের জন্য।

কলকাতার উত্তরেও বহু ওয়ার্ড ঢাকা পড়েছে পদ্মফুলে। উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোটে জিতলেও সেখানকার শ্যাম্পু করো জোড়াসাঁকো বিধানসভা এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি।

বড়বাজার এলাকাতেও পিছিয়ে তৃণমূল। উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডের মধ্যে ৬,১৩,১৮,২০,২৪,২৫,২৫,২৭,৩১,৪০,৪১,৪২,৪৪,৪৭,৫০,৫১,৫২,৫৫,ও ৫৮ নম্বরে পিছিয়ে তৃণমূল।


সম্পর্কিত খবর