বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি রাজনৈতিক সংঘর্ষ তুঙ্গে উঠেছে উত্তরবঙ্গে, এই সংঘর্ষের জেরে সাধারণ ব্যবসায়ীদের আটক ও গ্রেপ্তার করা হয়েছে, যার প্রতিবাদে জানাতে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধের ডাক দিয়েছে তুফানগঞ্জ ব্যবসায়ী সমিতি৷ আজ সকাল ছ’টা থেকেই বন্ধ রাখা হয়েছে এলাকার সমস্ত দোকানপাট৷
সমিতি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনা নতুন কিছু নয় লোকসভা নির্বাচনের পর থেকেই কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার দিনের পর দিন চলে আসছে রাজনৈতিক অশান্তি। প্রায় সবসময়ই গন্ডগোল হয়ে থাকে তৃণমূল ও বিজেপির মধ্যে৷ আরে অশান্তির জেরে এলাকার বিভিন্ন দোকানে ভাঙচুর চালানো হয়েছে প্রতিনিয়ত৷ ব্যবসায়ীরা অভিযোগ জানিয়ে বলেছেন যে সমস্ত ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উল্টে হুমকি দিচ্ছে রাজনৈতিক সদস্যরা, এমনকি তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে৷
প্রসঙ্গত, গতকাল গতকাল তুফানগঞ্জের চিলাখানায় এমনই এক রাজনৈতিক সংঘর্ষের জেরে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার ক্ষেত্রেও একই ছবি ফুটে ওঠে ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর এই হামলা চালানো হয়। প্রতিবাদে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে তুফানগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে৷
ব্যবসায়ী সমিতি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তুফানগঞ্জ মহকুমার চিলাখানা, মারুগঞ্জ, দেওচড়াই, বক্সিরহাট, ধলপল, হরিরহাট, নাটাবাড়ি, নতুন বাজার, বলরামপুর চৌপথি, নাগুরহাট সহ মহকুমার বিস্তীর্ণ জায়গাজুড়ে বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন ব্যবসা। যার কারণে রীতিমতো ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এমনকি কোচবিহার-তুফানগঞ্জ, কোচবিহার-বক্সিরহাট, কোচবিহার- রামপুর, তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রুটে ব্যাহত হয়েছে যান চলাচল৷ এই চাঞ্চল্যকর পরিস্থিতি জেরে ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষ।